KKR vs CSK Ajinkya Rahane: ৩ জন গুপ্তচর দিয়েই বাজিমাৎ! চেন্নাইকে হারিয়ে এ কী বললেন রাহানে?

Published : Apr 12, 2025, 01:42 AM ISTUpdated : Apr 12, 2025, 02:01 AM IST
IPL 2025

সংক্ষিপ্ত

KKR vs CSK Ajinkya Rahane: যেন এক অভাবনীয় জয়। চিপকের মাঠে কার্যত, দাপট দেখিয়ে জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

KKR vs CSK Ajinkya Rahane: চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে তারা। মাত্র ১০৩ রানে চেন্নাই সুপার কিংসকে গুটিয়ে দেয় তারা (IPL 2025 live score)। আর ১০৪ রান তাড়া করতে নেমে, মাত্র ১০.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় কেকেআর (KKR)। এদিন ৮ উইকেটে জয়ের নেপথ্যে বিশেষ ৩ জনের নাম নিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)।

পরিষ্কার তিনি বলেন, এই ৩জন আসলে গুপ্তচরের কাজ করেছে, তার মধ্যে আবার তিনি নিজেও আছেন। এদিন ম্যাচ শেষে ম্যাচ শেষে রাহানে বলেন, “আমি গত ২ বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি। সঙ্গে মইনও খেলেছে। এমনকি, ডোয়েন ব্র্যাভোও দীর্ঘদিন চেন্নাইয়ের হয়ে খেলেছে। তাই এখানকার উইকেট আমরা তিনজনই বেশ ভালোভাবে চিনি। সেইজন্য পরিকল্পনা করতে আরও সুবিধা হয়েছে আমাদের। তবে কী পরিকল্পনা করেছিলাম, সেটা বলব না। কারণ, সামনে আরও অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।”

তিনি আরও যোগ করেন (KKR vs CSK 2025 Highlights), “স্পিনাররা যেভাবে বল করেছে, তা এককথায় অসাধারণ। মইনকে নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণিত হয়েছে। সুনীল এবং বরুণও দুর্দান্ত বল করেছে গোটা ম্যাচে। আগের ম্যাচে সুনীল রান দিয়েছিল। কিন্তু এই ম্যাচে ও আবার ফর্মে ফিরে এসেছে। বৈভব এবং হর্ষিতও বেশ ভালো বল করেছে। সবমিলিয়ে, দলের বোলারদের নিয়ে আমি ভীষণ খুশি।”

কেকেআর ক্যাপ্টেন জানাচ্ছেন (Kolkata Knight Riders vs Chennai Super Kings), “আমরা শুরুতে শুধু জয়ের কথা ভাবছিলাম। কত তাড়াতাড়ি জিতব তা ভাবিনি। কিন্তু পাওয়ার প্লে-তে সুনীল এবং ডি’কক শুরুটা দারুণ করে। তাই পাওয়ার প্লে-র পরে আমাদের মনে হয়েছিল যে, এবার দ্রুত খেলা শেষ করতে পারি। তাহলে নেট রানরেটও ভালো হবে। আর সেটাই হয়েছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত