KKR vs LSG Live Updates: ইডেনে বিধ্বংসী ব্যাটিং মিচেল মার্শ-নিকোলাস পুরানদের, রানের পাহাড় গড়ল লখনউ

সংক্ষিপ্ত

KKR vs LSG Live Updates: শহরে যেন ক্রিকেটের মহারণ। মুখোমুখি কলকাতা বনাম লখনউ (KKR vs LSG)।

KKR vs LSG Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। মঙ্গলবার দুপুরে, ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (Kolkata Knight Riders vs Lucknow Super Giants)।

Latest Videos

সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তুলল লখনউ। কার্যত, রানের পাহাড় গড়ল তারা। এদিন টসে জিতে বোলিং নেয় কলকাতা। আর সেই সিদ্ধান্তটি সম্ভবত বুমেরাং হয়ে গেল তাদের জন্য (IPL 2025 live score)। 

 

 

আর ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন মিচেল মার্শ এবং নিকোলাস পুরানরা।এদিন ওপেনার এইডেন মার্করাম করেন ২৮ বলে ৪৭ রান। মিচেল মার্শের সংগ্রহে ৪৮ বলে ৮১ রানে এবং পুরানের ঝুলিতে ৩৬ বলে ৮৭ রান। তিনি আবার অপরাজিত ছিলেন।সুতরাং, বোঝাই যাচ্ছে যে, কেকেআর বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন লখনউ ব্যাটাররা। শেষপর্যন্ত, নির্ধারিত নির্ধারিত ২০ ওভারে, ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG Live score)। 

নিঃসন্দেহে বিরাট রানের লক্ষ্যমাত্রা রয়েছে কলকাতার সামনে। এদিন কলকাতার হয়ে হর্ষিত রানা এবং ১টি উইকেটে পেয়েছেন আন্দ্রে রাসেল। চূড়ান্ত খারাপ বোলিং-এর নিদর্শন রাখল তারা। হর্ষিত চার ওভার বল করে দিয়েছেন ৫১ রান। স্পেনসার জনসন দলে এলেন এদিন। তিন ওভার বল করে কোনও উইকেট পাননি। উল্টে দিয়েছেন ৪৬ রান। 

সোজা কথায় বলতে গেলে, লখনউয়ের ব্যাটিং-এর সামনে কার্যত, দিশেহারা লেগেছে কেকেআর বোলারদের (KKR vs LSG live update)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুদের রক্ষার জন্য গ্রামরক্ষী বাহিনী তৈরি করতে হবে!’ হিন্দুদের রক্ষায় শুভেন্দুর চরম প্ল্যান!
যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না SSC, করলে কী হবে, বলে দিলেন Suvendu Adhikari | SSC Scam List