
KKR vs PBKS Live Updates: আইপিএল-এর মঞ্চে মেগা লড়াই। চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার, মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস (Kolkata Knight Riders vs Punjab Kings)। সেই ম্যাচে সহজ জয় মিস নাইটদের। পাঞ্জাব জয়ী ১৬ রানে (IPL 2025 live score)।
এদিন গোটা ম্যাচে যেন কার্যত, বোলাররাই দাপট দেখালেন। টসে জিতে ব্যাট করতে নামে পাঞ্জাব। আর শুরুতেই হোঁচট খায় তারা। প্রিয়াংশ আর্য ফিরে যান ২২ রানে এবং প্রভসিমরান সিং করেন ৩০ রান। অধিনায়ক আইয়ার তো খালি হাতে ফেরেন। জস ইংলিশের ঝুলিতে মাত্র ২ রান। নেহাল ওয়াধেরার সংগ্রহে ১০ রান, গ্লেন ম্যাক্সওয়েল করেন ৭ রান, শশাঙ্ক সিং ১৮। পুরো ব্যাটিং লাইন-আপই এদিন ব্যর্থ হয় পাঞ্জাবের। অবস্থা এমন দাঁড়ায় যে, পুরো ২০ ওভার অবধি ব্যাটই করতে পারেননি তারা। মাত্র ১৫.৩ ওভারেই, ১১১ রানে গুটিয়ে যায় তারা (IPL 2025 points table)।
উল্টোদিকে বল হাতে রীতিমতো দাপট দেখান কেকেআর বোলাররা। হর্ষিত রানা নেন ৩টি উইকেট এবং ২টি করে উইকেট পান বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন বৈভব অরোরা এবং আনরিক নর্টজে (KKR vs PBKS 2025 Live score)।
মাত্র ১১২ রানের লক্ষ্যমাত্রা ছিল কলকাতার সামনে। সবাই যখন ধরেই নিয়েছে যে, নাইটদের জয় শুধুই সময়ের অপেক্ষা। ঠিক তখনই ঘটল অঘটন। এইবার জ্বলে উঠলেন পাঞ্জাব বোলাররা। ঠিক একই কায়দায় কেকেআর বোলারদের মতোই দাপট দেখাতে শুরু করলেন তারা (KKR vs PBKS live update)।
তাসের ঘরের মতো ভেঙে পড়ল নাইটদের সাধের ব্যাটিং লাইন-আপ। ঠিক যেইরকমটা মুম্বই ম্যাচে হয়েছিল, পুরো সেইরকম। একে একে ফিরে গেলেন সবাই। কলকাতার ৩ জন ছাড়া কেউ দুই অঙ্কের রানেই পৌঁছতে পারেননি।ডি' কক করেন ২, নারিন ৫, অধিনায়ক রাহানের সংগ্রহে ১৭ রান এবং ভেঙ্কটেশ আইয়ারের ঝুলিতে ৭ রান। তবে অঙ্গকৃশ রঘুবংশী কিছুটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৩৭ রান (TATA IPL 2025)।
তবে বাকিরা সেইভাবে কেউ দায়িত্ব নিতে পারেননি। রিঙ্কু সিং ফিরে যান মাত্র ২ রানে। রমনদীপ সিং তো খালি হাতে ফেরেন। আন্দ্রে রাসেল করেন ১৭ রান। ফলে, এত কম লক্ষ্যমাত্রা পেয়েও ধরে খেলতে পারল না নাইটরা। ১০০ রানের গণ্ডিই পেরোতে পারেনি তারা এদিন। মাত্র ১৫.১ ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায় ৯৫ রানে। পাঞ্জাবের হয়ে বল হাতে ৪টি উইকেট পান যুযুবেন্দ্র চাহাল এবং ৩টি উইকেট নেন মার্কো জ্যানসেন। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন জেভিয়ার বার্টলেট, গ্লেন ম্যাক্সওয়েল এবং আর্শদীপ সিং।
পাঞ্জাব কিংস জয়ী ১৬ রানে এবং ম্যাচের সেরা চাহাল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।