KL Rahul becomes father: নতুন সদস্য এল কেএল রাহুলের ঘরে, কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী আথিয়া

Published : Mar 25, 2025, 12:49 AM IST
KL Rahul and family

সংক্ষিপ্ত

নতুন সদস্য এল রাহুলের ঘরে। আইপিএলে তাঁর দল দিল্লী ক্যাপিটালস যেদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছে, ঠিক সেইদিনই সুখবর দিলেন কেএল রাহুল (KL Rahul)।

KL Rahul becomes father: বাবা হলেন তিনি। স্ত্রী আথিয়া শেট্টি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। দুজনই সোশ্যাল মিডিয়াতে এই খবর জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় দুজনই একই ছবি পোস্ট করে সন্তান জন্ম নেওয়ার খবরটি দিয়েছেন। গত ২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে হয় দুজনের।

আর গত বছর নভেম্বর মাসে, আথিয়ার সন্তানসম্ভবা হওয়ার খবর জানান রাহুল। এদিকে কিছুদিন আগে রাহুলের শ্বশুর সুনীল শেট্টি জানিয়েছিলেন, আইপিএলের মাঝেই রাহুল বাবা হতে পারেন। দেখা গেল, সেটাই সত্যি হল। লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাহুল খেলছেন না। জানা গেছে, দিল্লী ক্যাপিটালস টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই ছুটি নিয়েছেন তিনি।

তাঁকে সেই বিশেষ অনুমতিও দিয়েছে দল। তাই স্ত্রীর পাশে থাকতে রবিবার রাতেই মুম্বই উড়ে যান রাহুল। কেএল রাহুল জানতে পেরেছিলেন, যে কোনও মুহূর্তে সন্তানের জন্ম দিতে পারেন তাঁর স্ত্রী আথিয়া। তাই এক মুহূর্ত সময়ও নষ্ট করতে চাননি তিনি। আগামী ৩০ মার্চ, হায়দ্রাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে দিল্লী। তবে তার আগেই দলীয় শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে রাহুলের।

প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো ছন্দে ছিলেন রাহুল। তবে দীর্ঘদিন ধরেই টি-২০ দলে সুযোগ পাচ্ছেন না তিনি। এবার সেই লক্ষ্যপূরণ করতেই আইপিএলকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। এমনকি, আইপিএল-এর আগে মুম্বইতে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলনও করেছেন তিনি।

এদিকে গত তিন বছর লখনউয়ের হয়ে খেলেছেন রাহুল। তবে এবার মহা নিলামে ১২ কোটি টাকায় তাঁকে কিনেছে দিল্লী। সেই দলের হয়েই খেলতে নামবেন তিনি। তবে স্ত্রীর পাশে থাকতে রবিবার রাতেই মুম্বই উড়ে যান রাহুল। কেএল রাহুল জানতে পেরেছিলেন, যে কোনও মুহূর্তে সন্তানের জন্ম দিতে পারেন তাঁর স্ত্রী আথিয়া। তাই এক মুহূর্ত সময়ও নষ্ট করতে চাননি তিনি। আগামী ৩০ মার্চ, হায়দ্রাবাদের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে দিল্লী। তবে তার আগেই দলীয় শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে রাহুলের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম