কত সম্পত্তির মালিক ভারতীয় দলের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান? রইল হিসেব

ভারতীয় ক্রিকেট দলের তারকা শিখর ধাওয়ান এখন নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না। তবে আইপিএল-এ খেলছেন এই তারকা ওপেনার। ক্রিকেট কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন ধাওয়ান। তিনি খেলার পাশাপাশি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন।

Soumya Gangully | Published : Aug 11, 2023 12:14 PM IST
110
ভারতীয় ক্রিকেট দলের তারকা শিখর ধাওয়ানের মোট সম্পত্তির পরিমাণ ১৫ মিলিয়ন মার্কিন ডলার

শিখর ধাওয়ানের জীবনযাপন বিলাসিতায় পূর্ণ। মাঠের মতোই মাঠের বাইরেও রাজার মতোই থাকেন গব্বর। তিনি ভারতীয় মুদ্রায় ১২৫ কোটি টাকার সম্পত্তির মালিক।

210
শুধু নিজের শহর দিল্লিই নয়, দেশের বিভিন্ন শহরে সম্পত্তি আছে শিখর ধাওয়ান

দিল্লিতে শিখর ধাওয়ানের একটি বিলাসবহুল বাড়ি আছে। সেই বাড়ির দাম ৫ কোটি টাকা। দেশের অন্য কয়েকটি শহরেও এই ক্রিকেটারের সম্পত্তি আছে। 

310
বহুমূল্য বাসভবনের পাশাপাশি একাধিক বিলাসবহুল গাড়িরও মালিক শিখর ধাওয়ান

শিখর ধাওয়ানের খুব বেশি গাড়ি নেই। তবে যে গাড়িগুলি আছে সবগুলিই বিলাসবহুল। ৮০ লক্ষ টাকা দামের মার্সিডিজ জিএল ৩৫০ সিডিআই, অডি আছে ধাওয়ানের গ্যারাজে। 

410
গতির প্রতি বিশেষ আগ্রহ রয়েছে শিখর ধাওয়ানের, বাইক চালাতে ভালোবাসেন এই ক্রিকেটার

শিখর ধাওয়ানের গ্যারাজে হার্লে-ডেভিডসন ফ্যাট বয়, সুজুকি হায়াবুসা, রয়্যাল এনফিল্ড, কাওয়াসাকি নিনজা জেড এক্স-১৪ আর-সহ বেশ কয়েকটি বিলাসবহুল বাইক আছে।

510
শিখর ধাওয়ানের আয়ের সিংহভাগই এসেছে আইপিএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে পাওয়া পারিশ্রমিক থেকে

আইপিএল-এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুবাদে এখনও পর্যন্ত ৯১ কোটি ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন শিখর ধাওয়ান। তাঁর আয়ের প্রধান উৎস আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট। 

610
বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সুবাদেও বিপুল অর্থ রোজগার করেন শিখর ধাওয়ান

মাঠে ও মাঠের বাইরে প্রবল জনপ্রিয় শিখর ধাওয়ান। তাঁর এই জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে বিভিন্ন সংস্থা। ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সুবাদেও অনেক টাকা রোজগার করেন ধাওয়ান। 

710
প্রবাসী বাঙালি মেয়েকে বিয়ে করেন শিখর ধাওয়ান, তবে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে

২০১২ সালে আয়েশা মুখোপাধ্যায়কে বিয়ে করেন শিখর ধাওয়ান। তবে ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের ২টি সন্তান আছে। 

810
রাফ অ্যান্ড টাফ চালচলনের জন্য ক্রিকেট দুনিয়ায় গব্বর নামে বিখ্যাত শিখর ধাওয়ান

দেশে ও দেশের বাইরে প্রচণ্ড জনপ্রিয় শিখর ধাওয়ান। সম্প্রতি জাতীয় দলের বাইরে থাকলেও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। 

910
প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন শিখর ধাওয়ান

সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ানের সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তাঁকে পাল্টা তোপ দাগেন ধাওয়ান। উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।

1010
স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময়ও সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ান শিখর ধাওয়ান

সোশ্যাল মিডিয়া পোস্টে শিখর ধাওয়ানের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন আয়েশা মুখোপাধ্যায়। সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos