Rinku Singh-Priya Saroj: আইপিএল-এর (IPL 2025) মাধ্যমে নজর কেড়ে নেওয়া ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) এখন রীতিমতো তারকা। তাঁর পরিবারের আর্থিক অবস্থাও ফিরে গিয়েছে। এই কারণে এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই ক্রিকেটার।
রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের পরিবারের সদস্যরা বাগদান অনুষ্ঠানে ছিলেন
রবিবার লখনউয়ে বাগদান অনুষ্ঠানে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, পরিজন, বিশিষ্ট অতিথিরা ছিলেন।
510
বাগদানের আগে উত্তরপ্রদেশের বুলন্দসহরের মন্দিরে সপরিবারে পুজো দিলেন রিঙ্কু সিং
রবিবার বাগদান অনুষ্ঠানের আগে উত্তরপ্রদেশের বুলন্দসহরে চৌধেরা ওয়ালি বিচিত্রা দেবী মন্দিরে সপরিবারে পুজো দেন রিঙ্কু সিং।
610
রাজীব শুক্লা, অখিলেশ যাদব, জয়া বচ্চন-সহ সমাজবাদী পার্টি নেতারা বাগদান অনুষ্ঠানে ছিলেন
রবিবার লখনউয়ের পাঁচতারা হোটেলে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠানে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, সাংসদ জয়া বচ্চন, কংগ্রেস নেতা রাজীব শুক্লা-সহ রাজনৈতিক নেতারা ছিলেন।
710
রিঙ্কু সিংয়ের আমন্ত্রণে প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার ও পীযূষ চাওলা হাজির ছিলেন
রিঙ্কু সিংয়ের বাগদান অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার ও পীযূষ চাওলা। উত্তরপ্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আরিয়ান জুয়ালও ছিলেন।
810
প্রিয়া সরোজের ঘনিষ্ঠ বন্ধু সমাজবাদী পার্টি সাংসদ ইকরা হাসানও বাগদান অনুষ্ঠানে ছিলেন
সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসানের সঙ্গে প্রিয়া সরোজের বন্ধুত্ব সর্বজনবিদিত। প্রিয়া ও রিঙ্কু সিংয়ের বাগদান অনুষ্ঠানে ইকরাও ছিলেন।
910
রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠানে আওয়াধি পদ পরিবেশন করা হয়
রিঙ্কু সিং-প্রিয়া সরোজের বাগদান অনুষ্ঠানে লখনউয়ের বিখ্যাত পদগুলি পরিবেশন করা হয়। তবে সব পদই ছিল নিরামিষ।
1010
কেকেআআর তারকা রিঙ্কু সিংয়ের বাগদান অনুষ্ঠানে বাঙালির রসগোল্লাও ছিল
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে রসগোল্লা, কাজু পনির রোলের মতো পদের সঙ্গে পরিচিত রিঙ্কু সিং। তিনি বাগদান অনুষ্ঠানে এই পদগুলি রেখেছিলেন।