Ravindra Jadeja: আইপিএল-এর মাঝেই গুজরাটের জামনগরে সস্ত্রীক ভোটদান রবীন্দ্র জাডেজার

Published : May 07, 2024, 07:23 PM ISTUpdated : May 07, 2024, 08:08 PM IST
Ravindra Jadeja

সংক্ষিপ্ত

চেন্নাই সুপার কিংস ও ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রাজনীতি সচেতন। আইপিএল-এর মাঝেই সময় বের করে মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন ভোটদান করলেন জাডেজা।

মঙ্গলবার গুজরাটের জামনগরে ভোট দিলেন রবীন্দ্র জাডেজা ও তাঁর স্ত্রী রিভাবা জাডেজা। এদিন লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ ছিল। আইপিএল-এর মাঝেই ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরেন জাডেজা। তাঁর স্ত্রী জামনগর উত্তর কেন্দ্রের বিধায়ক। ফলে রাজনীতি সচেতন জাডেজা। এই কারণেই তিনি ভোট দেওয়ার জন্য সময় বের করে নিলেন। ভোট দেওয়ার পর স্ত্রীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাডেজা। তাঁদের দু'জনের আঙুলে ভোটদানের চিহ্ন হিসেবে কালি দেখা যাচ্ছে। সব ভোটারকেই ভোট দিতে যাওয়ার জন্য আহ্বান জানান জাডেজা। তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে ভোট দেওয়ার আহ্বান জানাননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সমর্থকরা এই ক্রিকেটারকে আক্রমণ করছেন। যদিও অনেকেই জাডেজার পাশে দাঁড়িয়েছেন।

ভোট দিতে ধরমশালা থেকে জামনগরে জাডেজা

রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ উপলক্ষে হিমাচল প্রদেশের ধরমশালায় ছিলেন জাডেজা। ভোট দেওয়ার জন্য তিনি সেখান থেকে জামনগরে পৌঁছে যান। তাঁর পরনে ছিল সিএসকে-র টি-শার্ট। তাড়াহুড়োর মধ্যেই ভোট দিতে যান জাডেজা। এদিন সকালেই ভোট দিতে যান তাঁর স্ত্রী। পরে ভোট দিতে যান এই ক্রিকেটার। এরপর তাঁরা একসঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

 

 

গণতান্ত্রিক দায়িত্ব পালন করছেন ক্রিকেটাররা

ভারতীয় ক্রিকেটাররা ব্যস্ততার মাঝেই ভোটদান করার কথা ভুলছেন না। ২৬ এপ্রিল বেঙ্গালুরুতে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলেও ভোট দেন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য আইপিএল হয় দক্ষিণ আফ্রিকায়। সেবার ভোট দেওয়ার জন্য দেশে ফেরেন ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধাররা। ২০১৪ সালের আইপিএল-এর সময়ও একই ছবি দেখা গিয়েছিল। এবার অবশ্য লোকসভা নির্বাচন ও আইপিএল একসঙ্গে দেশেই হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Narendra Modi: ভোটদানের পর মোদীকে রাখি পরালেন বৃদ্ধা, ভাইরাল ভিডিও

Lok Sabha Election 2024: আহমেদাবাদে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন সেই ভিডিও

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?