LSG vs SRH Live Updates: টসে জিতে বোলিং নিল হায়দ্রাবাদ, প্লে-অফে কি যেতে পারবে লখনউ?

Published : May 19, 2025, 07:03 PM ISTUpdated : May 20, 2025, 01:04 AM IST
LSG vs SRH

সংক্ষিপ্ত

LSG vs SRH Live Updates: প্লে-অফে যাওয়ার হাতছানি রয়েছে লখনউয়ের সামনে। ফলে, দুরন্ত লড়াই অপেক্ষা করে রয়েছে (LSG vs SRH 2025)। 

LSG vs SRH Live Updates: আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Lucknow Super Giants vs Sunrisers Hyderabad)। 

 

 

সেই ম্যাচেই টসে জিতে বোলিং নিল সানরাইজার্স হায়দ্রাবাদ 

এমনিতে অবশ্য প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে তারা। তবে এখনও কিছুটা আশা রয়েছে লখনউয়ের। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে জয় চাইবে এলএসজি (lucknow super giants vs sunrisers hyderabad timeline)। তাই এদিনের ম্যাচে অবশ্যই দলের অধিনায়ক তথা আইপিএল-এর অন্যতম দামী ক্রিকেটার ঋষভ পন্থ, মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, ডেভিড মিলার এবং রবি বিষ্ণোইয়ের দিকেও চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (IPL 2025 live score)। 

অন্যদিকে, হায়দ্রাবাদও চাইবে অন্তত সম্মানের স্বার্থে এই ম্যাচটা জিততে (lucknow super giants vs sunrisers hyderabad)। তাই হেনরিক ক্লাসেন, কামিন্দু মেন্ডিস, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকে নজর রাখতেই হচ্ছে (LSG vs SRH 2025 Dream 11 prediction)। 

 

 

দুটি দলের প্রথম একাদশে কারা খেলছেন (LSG vs SRH 2025 First XI)?

লখনউ সুপার জায়ান্টসঃ এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার), আয়ূষ বাদোনি, আবদুল সামাদ, আকাশ দীপ, আবেশ খান, দিগবেশ সিং রাঠি, রবি বিষ্ণোই, উইলিয়াম ও রৌরকে

ইমপ্যাক্ট সাবঃ হিম্মত সিং, শাহবাজ আহমেদ, এম সিদ্ধার্থ, শার্দুল ঠাকুর, ডেভিড মিলার

 

 

সানরাইজার্স হায়দ্রাবাদঃ অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, হর্ষ দুবে, জীশান আনসারি, এশান মালিঙ্গা

ইমপ্যাক্ট সাবঃ মহম্মদ শামি, অথর্ব তাইদে, শচিন বেবি, অভিনব মনোহর, সিমারজিৎ সিং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে