Asia Cup India News: কোনওরকম আপোষ নয় পাকিস্তানের সঙ্গে! এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের?

Published : May 19, 2025, 02:39 PM ISTUpdated : May 19, 2025, 03:13 PM IST
Indian Cricket Team

সংক্ষিপ্ত

Asia Cup India News: আপাতত ভারত-পাক সংঘর্ষবিরতি চলছে। তবে ২২ গজের লড়াইতে একেবারেই পাকিস্তানের সঙ্গে আপোষ করতে রাজি নয় ভারত।  

Asia Cup India News: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, পাকিস্তানের সঙ্গে কোনওরকম বোঝাপড়ার পথে হাঁটতেই চাইছে না বিসিসিআই। সোজা কথায়, তাদের সঙ্গে ক্রিকেট খেলতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। আইসিসিকে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনও প্রতিযোগিতায় যেন এই দুই দেশকে এক গ্রুপে ফেলা না হয় (asian cricket council)। 

ইতিমধ্যেই জানা যাচ্ছে, নিজেদের দেশে আয়োজিত এশিয়া কাপ থেকেও নাম তুলে নিচ্ছে ভারত। জয় শাহের পর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভি এবং তিনি আবার পাকিস্তান সরকারের মন্ত্রীও। ঠিক সেই কারণেই, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর (asia cup 2025 bcci)। 

শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র পুরুষদের এশিয়া কাপ নয়, মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকেও নাম তুলে নিতে চলেছে ভারত। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত এবং শ্রীলঙ্কায় পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা ছিল। 

তবে ভারত যদি নাম তুলে নেয়, তাহলে গোটা প্রতিযোগিতাই প্রশ্নের মুখে পড়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের কথায়, পাকিস্তান ক্রিকেটকে একঘরে করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তিনি জানিয়েছেন, “পাকিস্তানের এক মন্ত্রীর নেতৃত্বাধীন ক্রিকেট কাউন্সিলের আয়োজিত কোনও প্রতিযোগিতাতেই খেলব না আমরা। এটা আসলে দেশের আবেগের বিষয়। আমরা এশিয়া কাপ এবং মহিলাদের এমার্জিং এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে এই সমস্ত প্রতিযোগিতায় আমরা আদৌ যোগ দেব কি না, তাও ভেবে দেখা হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সসবময় যোগাযোগ রেখে চলেছি।”

বোর্ড সূত্রে খবর, তারা ভালোভাবেই জানে এবং বোঝে যে, ভারতকে বাদ দিয়ে এশিয়া কাপ হওয়া প্রায় অসম্ভব। কারণ, এই প্রতিযোগিতার বেশিরভাগ স্পনসরই হচ্ছে ভারতের। তাছাড়া যদি ভারত-পাকিস্তান ম্যাচই না হয়, তাহলে সম্প্রচারকারী চ্যানেলও কিন্তু ব্রডকাস্টের বিষয়ে খুব একটা আগ্রহ দেখাবে না। এমনকি, ২০২৪ সালে আট বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। তার জন্য মোট ১৪৫৩ কোটি টাকা দিয়েছে তারা। এবার যদি ভারত না খেলে, তাহলে সেই চুক্তি পুনর্বিবেচনা করার দাবিও জানাতে পারে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে