BPL: বাংলাদেশ প্রিমিয়ার লিগে গড়াপেটার কালো ছায়া! ওপার বাংলায় ক্রিকেট কি লাটে উঠল?

Published : Feb 02, 2025, 04:47 PM ISTUpdated : Feb 02, 2025, 05:45 PM IST
BPL

সংক্ষিপ্ত

এই কমিটি তদন্তে সাহায্য করবে দুর্নীতি দমন শাখাকে। 

এবার ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)। জানা গেছে, অভিযুক্ত ১০ জন ক্রিকেটার এবং চারটি দল। গুরুতর এই অভিযোগ খতিয়ে দেখার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই কমিটি তদন্তে সাহায্য করবে দুর্নীতি দমন শাখাকে। ২০১৩ সালের পর প্রথম বার সরকারি ভাবে বিপিএলে দুর্নীতির তদন্তের নির্দেশ দিল বিসিবি।

এদিকে জানা গেছে, অভিযুক্ত ক্রিকেটারদের আটজনই বাংলাদেশের। তাদের মধ্যে দুজনের আবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। দুজন বিদেশি ক্রিকেটারও রয়েছেন এই সন্দেহের তালিকায়। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম কিংসের বিরুদ্ধে। প্রতিযোগিতার এই চারটি দলের ম্যাচগুলি নিয়ে রীতিমতো সন্দেহ তৈরি হয়েছে।

কোনও কোনও বোলার পর পর তিনটি নো এবং ওয়াইড বল করেছেন। কোনও কোনও ম্যাচের প্রথম একাদশ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কোনও কোনও ম্যাচে আবার ব্যাটারদের মন্থর ব্যাটিং করতে দেখা গেছে। বিসিবি এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “দুর্নীতি দমনের লক্ষ্যে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই কাজে সাহায্যের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুর্নীতি দমন শাখার আধিকারিকদের তদন্তের কাজে পূর্ণমাত্রায় সহায়তা করবে। ক্রিকেটের জন্য সুষ্ঠু এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বিসিবি। বাংলাদেশে খেলাধুলার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে আমরা প্রয়োজনীয় সবরকমের পদক্ষেপ করতে প্রস্তুত আছি।”

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “বিসিবি বিপিএলের সম্ভাব্য দুর্নীতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বোর্ড সুষ্ঠু এবং সুন্দরভাবে ক্রিকেট পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমননীতি কঠোর ভাবে মেনে চলে বিসিবি। যে কোনও ধরনের দুর্নীতির ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই আপসহীন। কোনওরকম রেয়াত করার পক্ষে নয় বোর্ড। যথাযথ গোপনীয়তা এবং বিচক্ষণতার সঙ্গে সব অভিযোগের উত্তর খোঁজার চেষ্টা চলছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের
আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?