ম্যাচ গড়াুপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার দক্ষিণ আফ্রিকার ৩ প্রাক্তন ক্রিকেটার
২০১৬ সালের অক্টোবরে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত তিন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার থামি তসোলেকিলে, লনওয়াবো তসোৎসোব এবং ইথি এমবালতিকে গ্রেফতার করা হয়েছে। ১৮, ২৮, ২৯ নভেম্বর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।