IPL Mega Auction PBKS: রেকর্ড অর্থের বিনিময়ে শ্রেয়স এবার পাঞ্জাবে, দেখে নিন কিংসদের পুরো দল

আইপিএল নিলাম শেষ হওয়ার পর অন্যতম একটি শক্তিশালী দল হিসেবে মনে করা হচ্ছে পাঞ্জাবকে। কারণ, বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে তারা। 

Subhankar Das | Published : Nov 26, 2024 11:37 AM IST
110
রেকর্ড অর্থের বিনিময়ে শ্রেয়স আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস

২৬.৭৫ কোটি টাকায় এই ভারতীয় তারকাকে দলে নিয়েছে তারা।

210
ভারতীয় স্পিনার যুযুবেন্দ্র চাহাল এবার পাঞ্জাবে

তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ম্যানেজমেন্ট। 

310
আর্শদীপ সিংকেও ১৮ কোটি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস

নিজের চেনা মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি। 

410
অজি তারকা মার্কাস স্টয়নিস

তাঁকে ১১ কোটি টাকার বিনিময়ে দলে নিল পাঞ্জাব কিংস। 

510
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল

তাঁকে ৪.২০ কোটি টাকাতে কিনেছে পাঞ্জাব।

610
লকি ফার্গুসনকে ২ কোটি টাকাতে কিনেছে পাঞ্জাব

তিনি এবার মাঠে নামবেন কিংসদের জার্সিতে। 

710
আফগান তারকা আজমাতুল্লাহ ওমারজাই

তাঁকে পাঞ্জাব ২.৪০ কোটি টাকা দিয়ে। 

810
মুশির খান এলেন পাঞ্জাবে

তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনেছে কিংস টিম ম্যানেজমেন্ট। 

910
এছাড়াও একাধিক ক্রিকেটারকে এবার দএল নিয়েছে পাঞ্জাব কিংস

নেহাল ওয়াধেরাঃ ৪.২০ কোটি

হরপ্রীত ব্রারঃ ১.৫০ কোটি

মার্কো জানসেনঃ ৭ কোটি

প্রিয়াংশ আর্যঃ ৩.৮০ কোটি

জশ ইংলিশঃ ২.৬০ কোটি

জেভিয়ার বার্টলেটঃ ৮০ লক্ষ

কুলদীপ সেনঃ ৮০ লক্ষ

পিলা অবিনাশঃ ৩০ লক্ষ

1010
অ্যারন হার্ডিঃ ১.২৫ কোটি

সূর্যাংশ শেডগেঃ ৩০ লক্ষ

হারনুর পান্নুঃ ৩০ লক্ষ

প্রবীণ দুবেঃ ৩০ লক্ষ

বিষ্ণু বিনোদঃ ৯৫ লক্ষ

ভিশাক বিজয়কুমারঃ ১.৮০ কোটি 

 যশ ঠাকুরঃ ১.৮০ কোটি 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos