110

রেকর্ড অর্থের বিনিময়ে শ্রেয়স আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস
২৬.৭৫ কোটি টাকায় এই ভারতীয় তারকাকে দলে নিয়েছে তারা।
210
ভারতীয় স্পিনার যুযুবেন্দ্র চাহাল এবার পাঞ্জাবে
তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ম্যানেজমেন্ট।
310
আর্শদীপ সিংকেও ১৮ কোটি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস
নিজের চেনা মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।
410
অজি তারকা মার্কাস স্টয়নিস
তাঁকে ১১ কোটি টাকার বিনিময়ে দলে নিল পাঞ্জাব কিংস।
510
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল
তাঁকে ৪.২০ কোটি টাকাতে কিনেছে পাঞ্জাব।
610
লকি ফার্গুসনকে ২ কোটি টাকাতে কিনেছে পাঞ্জাব
তিনি এবার মাঠে নামবেন কিংসদের জার্সিতে।
710
আফগান তারকা আজমাতুল্লাহ ওমারজাই
তাঁকে পাঞ্জাব ২.৪০ কোটি টাকা দিয়ে।
810
মুশির খান এলেন পাঞ্জাবে
তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনেছে কিংস টিম ম্যানেজমেন্ট।
910
এছাড়াও একাধিক ক্রিকেটারকে এবার দএল নিয়েছে পাঞ্জাব কিংস
নেহাল ওয়াধেরাঃ ৪.২০ কোটি
হরপ্রীত ব্রারঃ ১.৫০ কোটি
মার্কো জানসেনঃ ৭ কোটি
প্রিয়াংশ আর্যঃ ৩.৮০ কোটি
জশ ইংলিশঃ ২.৬০ কোটি
জেভিয়ার বার্টলেটঃ ৮০ লক্ষ
কুলদীপ সেনঃ ৮০ লক্ষ
পিলা অবিনাশঃ ৩০ লক্ষ