Md Shami: বাংলার এই পেসারকে আগের অস্ট্রেলিয়া সফরেও নিয়ে যাওয়া হয়নি। এবার তাই জল্পনা শুরু হয়েছে, টেস্ট ক্রিকেট থেকে কি বিদায় নেওয়ার সময় এসে গেল মহম্মদ শামির? যদিও নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, শামি এখনও পুরোপুরি ফিট নন। তবে হ্যাঁ, আগামীদিনে সুস্থ হলে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন শামি। কিন্তু তারপর থেকেই চোটের জেরে ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন এই জোরে বোলার। তবে প্রত্যাবর্তন হয় চলতি বছরের শুরুতে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে। তবে তার আগে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলতে নামেন তিনি।
তবে সেই সময়ই বাংলা শিবির সূত্রে জানা গেছিল যে, মহম্মদ শামি কিন্তু টেস্ট ক্রিকেট খেলতে খুব একটা আগ্রহী নন। কারণ, তাঁর শরীর পাঁচদিনের ধকল নেওয়ার জন্য আপাতত এখন তৈরি নয়। তবে তিনি কোমর এবং হাঁটুর চোট সারিয়ে মাঠে ফিরলেও টানা ৭-৮ ওভার বল করতে বেশ সমস্যা হচ্ছে তাঁর। তাই আইপিএল খেললেও টেস্টের জন্য এখনও তৈরি নন শামি, এইরকমটাই শোনা গেছিল।
ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করার পর আগরকর জানান, “শামি পুরোপুরি ফিট নয়। আমরা ভেবেছিলাম ওকে দলে পাব, কিন্তু সেটা আপাতত হচ্ছে না। আমরা জানি যে, শামি একজন দুর্দান্ত ক্রিকেটার। তাই আমরাও চাই, শামি দ্রুত সুস্থ হয়ে উঠুক।"
প্রয়োজন ইংল্যান্ড সফরের মাঝেও তাঁকে পাঠানো হতে পারে। যদিও এমন একটা কথা অস্ট্রেলিয়া সফরের মাঝেও শোনা গেছিল। কিন্তু শেষপর্যন্ত তিনি অস্ট্রেলিয়া যাননি। আর এবার কিন্তু সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগামী দু’বছরে শুধু ইংল্যান্ড নয়, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট খেলবে ভারত। ফলে, শামি যদি আগামীদিনে পুরোপুরি সুস্থ না হন, তাহলে টেস্ট খেলার ধকল নিতে পারবেন না। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, মহম্মদ শামি আর লাল বলের ক্রিকেট খেলতে চাইছেন না। জানা গেছে, ৩৪ বছর বয়সী শামি এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটেই শুধু থাকতে চাইছেন।
কারণ, এখন টেস্ট খেলতে গেলে আবার চোট পাওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। তার তুলনায় সাদা বলের ক্রিকেটে কম ওভার বল করা একটু সহজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।