মেলবোর্নের পিচ আপডেট! ব্যাটসম্যানদের স্বর্গ নাকি বোলারদেরও দাপট দেখানোর জায়গা?

ব্যাটিং এবং বোলিং উভয়কেই সমানভাবে সমর্থন করে মেলবোর্নের পিচ।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে আগামীকাল বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে সকাল পাঁচটায় টেস্ট শুরু হবে। ৪.৩০ মিনিটে টস। বেশ কিছু পরিবর্তন নিয়েই চতুর্থ টেস্টে নামবে ভারত। দুইজন স্পিনারকে খেলানোর সম্ভাবনা রয়েছে। রবীন্দ্র জাদেজার সাথে ওয়াশিংটন সুন্দর দলে সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে নিতীশ কুমার রেড্ডিকে স্থান হারাতে হবে। অধিনায়ক রোহিত শর্মা ওপেন করার সম্ভাবনাও রয়েছে। কে এল রাহুলকে মধ্যক্রমেই খেলানো হতে পারে।

মেলবোর্নের পিচ

Latest Videos

ব্যাটিং এবং বোলিং উভয়কেই সমানভাবে সমর্থন করে মেলবোর্নের পিচ। পেসাররা বাউন্সার করতে পারবেন। তবে ধৈর্য ধরে খেললে বড় স্কোরও হতে পারে। এখন পর্যন্ত ১১৭টি ম্যাচ খেলা হয়েছে মেলবোর্নে। প্রথমে ব্যাট করে ৫৭টি ম্যাচ জিতেছে। দ্বিতীয় ব্যাট করে ৪২টি ম্যাচ জিতেছে। জসপ্রীত বুমরাহ মেলবোর্নে দুটি টেস্টে ১৫ উইকেট নিয়েছেন। মেলবোর্নে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড অনিল কুম্বলের সাথে ভাগ করে নিয়েছেন বুমরাহ। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৬২৪ রান সর্বোচ্চ স্কোর। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার ৩৬ রান সর্বনিম্ন স্কোর।

মেলবোর্নের কিছু পরিসংখ্যান

গড় প্রথম ইনিংস স্কোর - ৩০৭

গড় দ্বিতীয় ইনিংস স্কোর - ৩১২

গড় তৃতীয় ইনিংস স্কোর - ২৫২

গড় চতুর্থ ইনিংস স্কোর - ১৭২

ভারতের ব্যাটিং অর্ডার

যশস্বী জয়সওয়ালের সাথে রোহিত ইনিংস শুরু করবেন। তিন নম্বরে শুভমান গিল। এরপর বিরাট কোহলি। কে এল রাহুল পাঁচ নম্বরে খেলবেন। তারপরে ঋষভ পন্ত। স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যথাক্রমে সাত ও আট নম্বরে। পেস বিভাগে কোনও পরিবর্তন হবে না। আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ থাকবেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!