MI vs DC Live Updates: ডু অর ডাই ম্যাচে বাজিমাত করল মুম্বই! দিল্লীকে হারিয়ে প্লে-অফে হার্দিকরা

Published : May 21, 2025, 11:40 PM ISTUpdated : May 22, 2025, 12:38 AM IST
mi vs dc 2025

সংক্ষিপ্ত

MI vs DC Live Updates: নিঃসন্দেহে আইপিএল-এর লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। মুখোমুখি হয়েছিল মুম্বই বনাম দিল্লী (MI vs DC 2025)।

MI vs DC Live Updates: আইপিএল-এর (IPL 2025) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ বলা চলে এটিকে। কারণ, মুম্বই এবং দিল্লীর সামনে ছিল প্লে-অফে যাওয়ার হাতছানি (IPL Playoff 2025)। আর বুধবার সন্ধ্যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সেই দুই দল, মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)। 

সেই ম্যাচেই ৫৯ রানে জয় পেল মুম্বই

আর সেইসঙ্গে, জায়গা পাকা করে ফেলল প্লে-অফে। এদিন টসে জিতে বোলিং নেয় দিল্লী ক্যাপিটালস। প্রসঙ্গত, তিনটি দল আগেই প্লে-অফের লড়াইয়ের জন্য চূড়ান্ত হয়ে গেছিল। পাঞ্জাব, গুজরাত এবং বেঙ্গালুরু। আর মাত্র একটি জায়গার জন্যই চলছিল তুল্যমূল্য লড়াই। আর সেখানে অন্যতম দাবিদার হিসেবে ছিল মুম্বই এবং দিল্লী। ফলে, বুধবারের ম্যাচটি একাধিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কিন্তু শেষ হাসি হাসে মুম্বই।

 

 

সবথেকে বড় বিষয়, গত দুদিন ধরে অসুস্থ থাকার জেরে দিল্লীর হয়ে এদিন মাঠেই নামতে পারেননি খোদ দলের অধিনায়ক অক্ষর প্যাটেল নিজেই। তাঁর বদলে এদিন হার্দিকের সঙ্গে টস করতে আসেন ফ্যাফ ডু প্লেসিস। তিনিই এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দেন।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়েন রোহিতরা

কারণ, দলের ওপেনার রায়ান রিকেলটন ২৫ রান করলেও রোহিত নিজে প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৫ রানে। অন্যদিকে, উইল জ্যাকসের সংগ্রহে ২১ রান। কিন্তু বুধবারের ম্যাচে, গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। তিনি ৪৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসটি উপহার দিয়ে শেষ অবধি অপরাজিত থাকেন। 

 

 

এছাড়া তিলক ভার্মার ঝুলিতে ২৭ রান এবং নমন ধীর করেন ২৪ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লীর হয়ে ২টি উইকেট নেন মুকেশ কুমার। ১টি করে উইকেট পেয়েছেন দুশমান্থা চামিরা, কুলদীপ যাদব এবং মুস্তাফিজুর রহমান। 

জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরু থেকেই নড়বড়ে ছিল দিল্লী। খুব বিশাল লক্ষ্যমাত্রা ছিল না তাদের সামনে। তবুও যথেষ্ট বেসামাল ছিলেন রাহুলরা। তিনি নিজেই ফিরে যান মাত্র ১১ রানে। এছাড়া ফ্যাফ ডু প্লেসিস এবং অভিষেক পোড়েল, দুজনেই করেন ৬ রান করে।

 

 

সমীর রিজভি কিছুটা করাই করার চেষ্টা করেন, তাঁর ঝুলিতে ৩৯ রান। ভিপরাজ নিগম ২০, ট্রিস্টান স্টাবস ২, আশুতোষ শর্মা ১৮ রান এবং মাধব তিওয়ারির সংগ্রহে মাত্র ৩ রান। অর্থাৎ, ওপেনিং থেকে মিডল অর্ডার পর্যন্ত, সবাই কার্যত ব্যর্থ। আর তার ফলে ম্যাচে ঘুরে দাঁড়াতেই পারল না মুম্বই। শেষদিকে নেমে কুলদীপ যাদব করেন ৭ এবং দুশমান্থা চামিরা করেন ৮ রান। শেষপর্যন্ত, ১৮.২ ওভারে মাত্র ১২১ রানেই শেষ হয়ে যায় দিল্লীর ইনিংস। 

 

 

দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৯ রানে জয় মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচের সেরা সূর্যকুমার যাদব। আর এই জয়ের সবাদেই প্লে-অগে চলে গেল মুম্বই।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম