MI vs DC Live Updates: দিল্লীকে আপাদমস্তক শাসন করল মুম্বই, বড় স্কোর খাড়া করলেন তিলক ভার্মারা

Published : Apr 13, 2025, 09:19 PM ISTUpdated : Apr 13, 2025, 09:53 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

MI vs DC Live Updates: রাজধানীতে মুখোমুখি মুম্বই বনাম দিল্লী (MI vs DC)।

MI vs DC Live Updates: আইপিএল-এর (IPL 2025) সুপার সানডে। রবিবার, মেগা ক্রিকেট লিগের (IPL 2025 Live ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লী ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)।

 

 

সেই ম্যাচেই আগে ব্যাট করে নিধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তুলল মুম্বই (MI)। এদিন দিল্লীর ঘরের মাঠে গিয়ে রীতিমতো ব্যাট হাতে শাসন করল মুম্বই। ম্যছে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালস (DC)। আর ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে মুম্বই রোহিত শর্মার উইকেট হারালেও, হাল ধরেন দলের আরেক ওপেনার রায়ান রিকেলটন। তিনি করেন ৪১ রান (IPL 2025 live score)। 

তবে এদিন আসল কাজটি করেন মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা (Tilak Varma)। খেলেন ৩৩ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস। তবে অধিনায়ক হার্দিক (Hardik Pandya) এদিনের ম্যাচে আশাহত করলেন। প্যাভিভিলিয়নে ফেরৎ চলে গেলেন মাত্র ২ রানে। কিন্তু শেষদিকে নেমে নমন ধীর গুরুত্বপূর্ণ সার্ভিস দিলেন দলকে। উপহার দিলেন ১৭ বলে ৩৮ রানের অনবদ্য এক ইনিংস। আর সেই সুবাদেই বড় রান তুলে নিল মুম্বই। তাদের স্কোর নিধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২০৫ রান (MI vs DC 2025 Live score)।

অন্যদিকে, দিল্লীর হয়ে ২টি করে উইকেট পেয়েছেন ভিপরাজ নিগম এবং কুলদীপ যাদব। এছাড়া ১টি উইকেট পেয়েছেন মুক্বেশ কুমার (IPL 2025 points table)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?