
Asia Cup 2025: ২০২৪ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মা যে কৌশল নিয়েছিলেন, এশিয়া কাপে ভারত সেই কৌশল নেবে না বলেই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মহম্মদ কাইফ। আগামী ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতের প্রথম ম্যাচ রয়েছে। শিরোপা ধরে রাখতেই মাঠে নামবে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে তিনজন অলরাউন্ডার ছিলেন। যা তাদের ব্যাটিংয়ে বাড়তি গভীরতা যোগ করেছিল এবং বোলিংকে শক্তিশালী করেছিল বলেই কাইফ উল্লেখ করেছেন।
হার্দিক এবং অক্ষর প্যাটেল, এই দুই অলরাউন্ডার থাকায় ভারতকে নতুন কৌশল খুঁজে বের করতে হবে বলে কাইফ মনে করছেন। তাঁর মতে, "রোহিতের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তিনজন অলরাউন্ডার নিয়ে। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক ছিলেন। ছয়টি বোলিং অপশন ভারত পেত ভারত। আট নম্বর পর্যন্ত ব্যাট করতে পারত। এশিয়া কাপে দুজন প্রকৃত অলরাউন্ডারই দলে আছেন। ওয়াশিংটন সুন্দরকে মিস করব।''
এর আগে সঞ্জুকে প্রথম একাদশে রাখা উচিত বলে কাইফ মন্তব্য করেছিলেন। কাইফের কথায়, ''তিলক ভার্মাকে সরিয়ে সঞ্জুকে ওয়ান ডাউনে বিবেচনা করা উচিত। মিডল ওভারে রশিদ খানের মতো স্পিনারদের টানা ছক্কা হাঁকাতে সঞ্জুর দলে থাকা উচিত। দক্ষিণ আফ্রিকায় দুটি সেঞ্চুরি করেছেন সঞ্জু। পেস এবং স্পিন দুটোই ভালো খেলতে জানেন সঞ্জু।''
এশিয়া কাপের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), যশপ্রীত বুমরা, হর্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব
স্ট্যান্ডবাই: যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল।
মহম্মদ কাইফ বলছেন, ২০২৪ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মা যে কৌশল নিয়েছিলেন, এশিয়া কাপে ভারত সেই কৌশল নেবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।