মহারাজের মুকুটে এবার নয়া পালক, ‘মোহনবাগান রত্ন’ হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

মনে আছে সেই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানো? এছাড়াও অস্ট্রেলিয়া সিরিজে গিয়ে সেই দুর্দান্ত পারফরম্যান্স। বাংলার মহারাজ তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার ‘মোহনবাগান রত্ন’ সম্মান দিতে চলেছে সবুজ মেরুন।

মনে আছে সেই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানো? এছাড়াও অস্ট্রেলিয়া সিরিজে গিয়ে সেই দুর্দান্ত পারফরম্যান্স। বাংলার মহারাজ তথা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এবার ‘মোহনবাগান রত্ন’ সম্মান দিতে চলেছে সবুজ মেরুন।

বর্ণময় এবং ঐতিহাসিক ক্রিকেট জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মুকুটেই এবার যোগ হতে চলেছে আরও একটি পালক। এই বছরের ‘মোহনবাগান রত্ন’ সৌরভ গঙ্গোপাধ্যায়। তথা বাংলার মহারাজ। আগামী ২৯ জুলাই, মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে।

Latest Videos

বৃহস্পতিবার, মোহনবাগানের (Mohun Bagan) কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শোনা যায়, স্কুল থেকে ফেরার পথে গ্যালারিতে বসে মোহনবাগানের ফুটবল খেলা দেখতেন মহারাজ। নিজেও কিন্তু ফুটবল বেশ পছন্দ করেন। এমনকি, মোহনবাগান ক্রিকেট দলের হয়ে ৯ বছর খেলেছেন তিনি।

পুরনো ক্লাবের হয়ে ব্যাট হাতে অনেক রেকর্ডই গড়েছেন। আর এবার সেই মোহনবাগান ক্লাবই (Mohun Bagan Club) তাঁকে সেরার সম্মান দিতে চলেছে। ইতিমধ্যেই তাঁকে লাইফটাইম সম্মানে ভূষিত করেছিল সবুজ মেরুন। আর এবার তারা ‘মোহনবাগান রত্ন’ হিসেবে বেছে নিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

সেইসঙ্গে, এবার সেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। এছাড়াও সেরা ফরোয়ার্ডের সম্মান দেওয়া হবে মনবীর সিংকে। অন্যদিকে, সেরা জুনিয়র ফুটবলার হিসেবে সম্মানে ভূষিত হবেন সুহেইল ভাট। সেরা ক্রিকেটার হচ্ছেন অভিলীন ঘোষ। আর সেরা সাপোর্টার বাপি মাজি এবং অজয় পাসোয়ান। এইবছর নতুন একটি পুরস্কার দেওয়া হবে।

সেরা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মানে ভূষিত করা হবে দিলীপ সেনকে। লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হচ্ছে প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন অধিনায়ক বিমল মুখোপাধ্যায়কে। প্রসঙ্গত, তিনি মোহনবাগান ফুটবল দলের প্রথম লিগ জয়ী অধিনায়ক।

আরও পড়ুনঃ 

CFL 2024: কলকাতা লিগে প্রথম জয় সবুজ মেরুনের, পিয়ারলেসকে হারাল ১-০ গোলে

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন