উড়িয়ে দিলেন ভারতের নাম! চূড়ান্ত ট্রলের শিকার পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক কাদির খাজা

ফের একবার ট্রলের শিকার পাকিস্তান। তবে এবার কোনও ক্রিকেটার নন। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক কাদির খাজা (Qadir Khawaja) ট্রলের শিকার হলেন।

Subhankar Das | Published : Jul 18, 2024 10:11 AM IST

ফের একবার ট্রলের শিকার পাকিস্তান। তবে এবার কোনও ক্রিকেটার নন। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক কাদির খাজা (Qadir Khawaja) ট্রলের শিকার হলেন।

বিসিসিআই-এর উল্লেখযোগ্য উপার্জন বাদ দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডগুলিকে হাইলাইট করে একটি পোস্টের ক্রপ করা ছবি শেয়ার করেন তিনি। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়।

Latest Videos

মূল পোস্টটি ১৮,৭৬০ কোটি টাকা নিয়ে বিসিসিআইকে শীর্ষে রেখে, তারপরে ক্রিকেট অস্ট্রেলিয়া ৬৫৮ কোটি টাকা, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৪৯২ কোটি টাকা, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৪৫৮ কোটি টাকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪২৫ কোটি টাকা, এইভাবে ছিল। কিন্তু কাদের খাজা পোস্টটি ক্রপ করে সোশ্যাল মিডিয়াতে দেন।

বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় আছে। বিলিয়ন ডলারের বোর্ড (ভারত) কোথায়?”

আর তারপ্রই শুরু হয়ে যায় লড়াই। একজন আবার তার পাল্টা রিপ্লাইও করেন। বিশ্বব্যাপী সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড যে বিসিসিআই, তা তিনি প্রমাণ দিয়ে ছাড়েন। ফলে, এরপরই কাদির খাজা সমালোচিত হতে শুরু করেন। সেইসঙ্গে, পোস্টের বিশ্বাসযোগ্যতা এবং তার সাংবাদিকতার সততা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

অনেক ভারতীয় নেটিজেনের কথায়, কাদের খাজা আসলে দর্শকদের বিভ্রান্ত করতে চান। বিশ্ব ক্রিকেটে বিসিসিআই-এর আর্থিক মর্যাদা হ্রাস করার ইচ্ছাকৃত চেষ্টা করছেন তিনি বলে অভিযোগ করেছেন তারা।

বলা যেতে পারে, এই পোস্টের পর তীব্র আক্রমণের সামনে পড়েন কাদের খাজা। ভারতীয় ব্যবহারকারীরা খাজার পেশাদারিত্বের সরাসরি সমালোচনা পর্যন্ত মন্তব্য করেন, “আপনি কি মাদ্রাসা থেকে স্নাতক?”

কয়েকজন আবার বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী তালিকায় রয়েছে। যে কারণে, আপনার দেশের ক্রিকেটারদের ৬ মাসের বেতন বকেয়া আছে। দেখুন এটিই বাস্তবতা।”

সবমিলিয়ে, ক্রিকেট মাঠের বাইরে ফের একবার পাকিস্তানকে নিয়ে মজা করলেন ভারতীয়রা।

 

 

 

 

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

শর্ত নিয়েই মমতার বাড়িতে যাচ্ছেন ডাক্তাররা, যা জানিয়ে গেলেন | RG Kar Protest Latest
BJP Live: আর জি কের ঘটনার প্রতিবাদে BJP-র ধর্না, দেখুন সরাসরি
'সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয়া মুখ্যমন্ত্রী' গর্জে উঠলেন রূপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly | RG Kar
শেষবার! লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি হবে না জানিয়েই ডাক্তারদের ডেকে পাঠালেন মমতা | RG Kar Protest |
'টালা থানার ওসির বাড়িতে কেন ২০ জন কলকাতা পুলিশ? প্রশ্ন তুললেন Suvendu Adhikari | R G Kar Case