আজকাল মাত্র চারদিনেই টেস্টের ফয়সালা! ক্রিকেটের এই বদলে যাওয়া দেখে বেশ ভালো লাগছে ধোনির

Published : Oct 30, 2024, 07:49 PM IST

এমএস ধোনি টেস্ট ক্রিকেট ফলাফল: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরণে খুশি প্রকাশ করেছেন। টেস্ট ম্যাচে ফলাফল পাওয়া এবং খেলার গতি বৃদ্ধি পাওয়ায় তিনি প্রশংসা করেছেন।

PREV
110
"ক্রিকেটকে যে কোন নাম দেওয়া যেতে পারে। আমরা যা দেখছি তা হল, ক্রিকেট বদলে গেছে।"

এমএস ধোনি টেস্ট ক্রিকেট ফলাফল: 'বাজবল', 'গ্যাম্বল' বা অন্য যে নামেই ডাকা হোক না কেন, বর্তমানে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরণে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খুশি।

210
এখন ক্রিকেট খেলার ধরণ অনেকটাই আলাদা

একসময় ওয়ানডেতে একটি নির্দিষ্ট স্কোর করলেই সেই দলের জয় নিশ্চিত বলে মনে করা হত। এখন টি-টোয়েন্টিতেও সেই স্কোর করলে জয় নিশ্চিত নয়।" 

310
কারণ, টেস্টেও ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলে।

নিউজিল্যান্ডের প্রাক্তন বিধ্বংসী ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার পর থেকে 'বাজবল' শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, টেস্টেও ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলে।

410
ভারতীয় দলও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে।

কানপুরে বাংলাদেশকে যেভাবে হারিয়েছে, তাতে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে 'গ্যাম্বল' বলে অনেকেই ডাকতে শুরু করেছেন। 

510
সেই প্রসঙ্গেই ধোনি বলেছেন, টেস্টে জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরণে তিনি খুশি

'টেস্ট ড্র হওয়া একঘেয়ে'

টেস্ট নিয়ে ধোনি বলেন, ‘টেস্টের পঞ্চম দিনে এই ম্যাচ ১০০ শতাংশ ড্র হবে বলে সবাই যখন নিশ্চিত, সেই সময়টা আমার কাছে খুবই কঠিন ছিল। আমাকে প্রায় আড়াইটি সেশন উইকেট কিপিং করতে হত। সেই সময়টাই সবচেয়ে বিরক্তিকর ছিল। কোন ফলাফল ছাড়াই খেলতে হত। ম্যাচ যেভাবে চলছিল, সেভাবেই খেলতে হত।’

610
টেস্টে ফলাফল পাওয়ায় ধোনির খুশি

বর্তমানে টেস্ট ক্রিকেট খেলার ধরণ নিয়ে ধোনি বলেন, 'এখন বৃষ্টির কারণে টেস্টের একদিনের খেলা বাতিল হলেও, চারদিন খেলা হলেও, তাতে ফলাফল পাওয়া যাচ্ছে।"

710
তিনি আরও যোগ করেছেন।

“এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। এভাবেই খেলতে হবে।"

810
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও পেশাদার ক্রিকেটে যুক্ত।

আগামী ২০২৫ আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

910
কিন্তু তিনি টেস্টে ফয়সালা হওয়াতে বেশ খুশি

চারদিনেই হয়ে যাচ্ছে ম্যাচ শেষ। 

1010
ভালো লাগছে ধোনির

জানালেন নিজেই। 

click me!

Recommended Stories