
PAK vs SA Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তান ৩৭৮ রানে অলআউট হয়ে গেছে (PAK vs SA Test highlights)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, টসে জিতে ব্যাট করতে নেমে বিপাকে পাক ক্রিকেট দল। সেনুরান মুথুস্বামীর ৬ উইকেটের দাপটে ভেঙে পড়ল পাকিস্তান (pakistan vs south africa 1st test)।
সলমন আগা ও ইমাম-উল-হক দুজনেই ৯৩ রান করে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার। অন্যদিকে, মহম্মদ রিজওয়ান করেন ৭৩ রান এবং শান মাসুদও ৭৬ রান পেয়েছেন। বাবর আজমের সংগ্রহে ২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে, আপাতত দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ৮১ রান। রায়ান রিকেলটন ৩৭ রানে অপরাজিত আছেন। অধিনায়ক এইডেন মার্করাম ফিরে গেছেন ২০ রানে। অপরদিকে, মাল্ডারের ঝুলিতে ১৭ রান।
ক্রিজে টনি ডে জোরজি ১ রানে অপরাজিত আছেন। এর আগে খেলার দ্বিতীয় দিন, ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬৫ রানের মধ্যে বাকি উইকেটগুলিও হারায়। ফেলে। মুথুস্বামীর বলে উইকেটকিপার কাইল ভেরেইনের হাতে ক্যাচ দেন রিজওয়ান। সেই একই ওভারে, নুমান আলি (০) এবং সাজিদ খানকে (০) আউট করে মুথুস্বামী পাকিস্তানের পতনকে কার্যত, নিশ্চিত করেন। পরে শাহীন আফ্রিদিকেও ৭ রানে ফেরান মুথুস্বামী।
তারই মধ্যে সলমন আগা এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ায় পাকিস্তান একটি সম্মানজনক জায়গায় পৌঁছয়। তিনটি ছক্কা এবং পাঁচটি চার মারা আগাকে আউট করেন প্রেনেলান সুব্রায়েন। তার আগে, স্কোরবোর্ডে মাত্র দুই রান থাকতেই আবদুল্লাহ শফিকের (২) উইকেটটি হারায় পাকিস্তান। কাগিসো রাবাডার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর ইমাম-শান জুটি ১৬১ রান যোগ করেন।
সুব্রায়েন দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন। কিছুক্ষণ পরেই ইমামও আউট হন। এমনকি, তার উইকেটটিও নেন মুথুস্বামী। তারপর সৌদ শাকিলকে (০) গোল্ডেন ডাকে ফেরান মুথুস্বামী।
বাবর আজম বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সাইমন হার্মারের বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর রিজওয়ান-আগা জুটি ১৬৩ রান যোগ করে দলের পতনকে কিছুটা রোধ করেন।
পাকিস্তান: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হাসান আলি, শাহীন আফ্রিদি, নুমান আলি, সাজিদ খান
দক্ষিণ আফ্রিকা: টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইন (উইকেটকিপার), সেনুরান মুথুস্বামী, প্রেনেলান সুব্রায়েন, কাগিসো রাবাদা, সাইমন হার্মার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।