টেস্ট দলের জন্য নতুন প্রধান কোচ? গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার ভাবনায় বিসিসিআই

Published : Dec 27, 2025, 08:41 PM IST
Gautam Gambhir

সংক্ষিপ্ত

Gautam Gambhir: টেস্ট ক্রিকেটে (Test Cricket) ভারতীয় দলের ক্রমাগত ব্যর্থতার জেরে প্রবল চাপে প্রধান কোচ গৌতম গম্ভীর। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজে হারের পর তাঁর উপর চাপ বেড়েছে।

DID YOU KNOW ?
দায়িত্ব নেবেন লক্ষ্মণ?
ভিভিএস লক্ষ্মণ য়দি ভারতের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হন, তাহলে গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে।

Indian Cricket Team: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগেই কি ভারতের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব হারাবেন গৌতম গম্ভীর? (Gautam Gambhir) ভারতীয় ক্রিকেট মহলে এই আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) সঙ্গে কথা বলা শুরু করেছে বিসিসিআই (BCCI)। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) টেস্ট সিরিজে হারের পর গম্ভীরকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। তিনি প্রধান কোচ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand) ও অস্ট্রেলিয়া (Australia) মিলিয়ে ১০টি টেস্ট ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। এই কারণেই প্রধান কোচ বদলের ভাবনায় বিসিসিআই। লক্ষ্মণ যদি টেস্ট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি হন, তাহলে গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে।

কী ভাবনা লক্ষ্মণের?

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দল হেরে যাওয়ার পরেই এক শীর্ষকর্তা বেসরকারিভাবে লক্ষ্মণের সঙ্গে কথা বলেন। তিনি লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের দায়িত্ব নিতে চান কি না, সে কথা জানতে চান ওই কর্তা। তবে তাঁকে এই প্রাক্তন ক্রিকেটার জানান, তিনি বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) হেড অফ ক্রিকেট (Head of Cricket) হিসেবে যে দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্বেই থাকতে চান। ফলে গম্ভীরকে সরিয়ে দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বিসিসিআই-এর ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) পর্যন্ত চুক্তি রয়েছে। পাঁচ মাস পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। এই টুর্নামেন্টে ভারতীয় দলের পারফরম্যান্সেের উপর গম্ভীরের ভবিষ্যৎ নির্ভর করছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ বাকি ভারতের

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship 2025-27 cycle) ভারতীয় দলের ৯টি ম্যাচ বাকি। ভারতীয় দল ভালো জায়গায় নেই। ফাইনালের যোগ্যতা অর্জনের সম্ভাবনা কম। এই কারণে গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৭
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে গৌতম গম্ভীর।
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি বিসিসিআই-এর।
Read more Articles on
click me!

Recommended Stories

Australia vs England: মেলবোর্নে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া এখনও শীর্ষে, পয়েন্ট টেবিলের কী অবস্থা?
IND vs SL Women T20: মহিলাদের টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি জয়, রেকর্ড বুকে নাম লেখালেন হরমনপ্রীত কৌর