
West Indies vs New Zealand: সেডন পার্কে শনিবার, তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার উইকেটে সহজ জয় তুলে নিল নিউজিল্যান্ড (west indies vs new zealand live)। আর এই জয়ের সুবাদে, তিন ম্যাচের একদিনের সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ব্ল্যাকক্যাপ্সরা। ডানহাতি পেসার ম্যাট হেনরি দুর্দান্ত বোলিং করেন এই ম্যাচে। একাই নেন চার উইকেট। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন (west indies vs new zealand highlights)।
প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ ৩৬.২ ওভারে, মাত্র ১৬১ রানে অলআউট হয়ে যায়। রস্টন চেজ ৫১ বলে ৩৮ রান করেন, যার মধ্যে তিনটি চার এবং একটি ছয় ছিল। জন ক্যাম্পবেল ২৪ বলে করেন ২৬ রান। তাঁর ইনিংসে ছিল চারটি চার। খ্যারি পিয়েরে ৩৪ বলে করেন অপরাজিত ২২ রান।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি চারটি উইকেট নেন এবং জ্যাকব ডাফির সংগ্রহে দুই উইকেট। এছাড়া অধিনায়ক মিচেল স্যান্টনার ৬ ওভারে হাত ঘুরিয়ে ২৭ রানের বিনিময়ে দুটি উইকেত পান।
১৬২ রান তাড়া করতে নেমে, নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে (১৭ বলে ১১) এবং রাচিন রবীন্দ্র (২২ বলে ১৪) খুব একটা ভালো শুরু করেননি। তিন নম্বরে ব্যাট করতে নামা উইল ইয়ং মাত্র তিন রানে আউট হয়ে যান। তবে মিডল অর্ডারে নেমে মার্ক চ্যাপম্যান বেশ দায়িত্বপূর্ণ ইনিংস উপহার দেন। তিনি করেন ৬৩ বলে ৬৪ রান, তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়।
অপরদিকে, মাইকেল ব্রেসওয়েল করেন ৩১ বলে ৪০ রান। মাত্র ৩০.৩ ওভারেই, লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথিউ ফোর্ড (৯ ওভারে ২/৪৬) এবং জেডন সিলস (৮ ওভারে ২/৩৫) বল হাতে মোটামুটি ভালো পারফর্ম করেন।
এর আগে প্রথম একদিনের ম্যাচে, নিউজিল্যান্ড ৭ রানে জয় পায়। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ২৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যর্থ হয়। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে, আয়োজকরা পাঁচ উইকেটে জয়লাভ করে।
উল্লেখ্য, একদিনের সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।