IPL 2025: গানে এবং নাচে মাতবে ইডেন, ক্রিকেট যুদ্ধের আগে আইপিএল উদ্বোধনে আসছেন কারা?

Published : Mar 17, 2025, 07:09 PM IST
ipl opening ceremony

সংক্ষিপ্ত

বেশি দিনের অপেক্ষা নয়। শুরু হতে চলেছে আইপিএল (IPL 2025)।

IPL 2025: ঢাকে কাঠি পড়বে আইপিএল-এর। ইডেনে উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB)। ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর ঠিক তেমনই আগ্রহ রয়েছে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2025 Opening Ceremony) নিয়েও।

জানা যাচ্ছে, ম্যাচের আগেই জমকালো একটি অনুষ্ঠান হতে চলেছে। সূত্রের খবর, বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়াও মঞ্চ মাতাতে থাকবেন অরিজিৎ সিং (IPL 2025 Opening Ceremony)।

তবে বোর্ডের তরফ থেকে আরও বেশ কিছু ভাবনাচিন্তা রয়েছে। তার পুরোটা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, ২ দিনের মধ্যে পুরো বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। এও শোনা যাচ্ছে যে, বরুণ, শ্রদ্ধা এবং অরিজিতদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েজন তারকা পারফর্ম করতে পারেন।

ইতিমধ্যেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলাতেও প্রায় একই সুর। কলকাতার মানুষকে দুরন্ত একটি উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলেছেন তিনি। জানা গেছে, মোটামুটি ৩০ মিনিটের অনুষ্ঠান হতে পারে। আর তারপর তো রয়েছে কেকেআর বনাম আরসিবি ধামাকা ক্রিকেট যুদ্ধ।

কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, দুর্দান্ত একটি ওপেনিং সেরিমনি হতে চলেছে ইডেনের বুকে। ম্যাচ শুরুর আগেই জমকালো সেই অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, যেখানে পারফর্ম করতে পারেন বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা। শুধু তাই নয়, গানে গানে মঞ্চ মাতাতে আসছেন অরিজিৎ সিং।

কিন্তু বোর্ডের তরফে আরও কিছু প্ল্যান যুক্ত হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেই বাকি পরিকল্পনা করে ফেলা হবে দ্রুত। তবে এও শোনা যাচ্ছে যে, বলিউডের আরও বেশ কয়েজন তারকাও পারফর্ম করতে পারেন আগামী ২২ তারিখ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত