Imam ul Haq: ঠিক যেন মজার ভিডিও, এভাবে আঘাত পেয়ে হাসপাতালে ইমাম-উল-হক!

Published : Apr 05, 2025, 04:30 PM IST
imam ul haq

সংক্ষিপ্ত

New Zealand vs Pakistan: নিউজিল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ওডিআই ম্যাচ সবদিক থেকেই ঘটনাবহুল হয়ে থাকল। ফ্লাডলাইট নিভে যাওয়া থেকে শুরু করে খেলোয়াড়ের আঘাত পাওয়া, এই ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।

Imam-ul-Haq Injury: সোশ্যাল মিডিয়ায় একটি মিম অত্যন্ত জনপ্রিয়। সেই মিমে দেখা যায়, শিরস্ত্রাণ পরিহিত এক সৈনিকের চোখের উপর সামান্য ফাঁক গলে ঢুকে গিয়েছে তির। শনিবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ড (New Zealand) ও পাকিস্তানের (Pakistan) ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন ঠিক সেভাবেই আঘাত পেলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক (Imam-ul-Haq)। তাঁর হেলমেটের ফাঁক গলে মুখে গিয়ে লাগল বল। হেলমেটের মাঝে আটকে যায় বল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও. অনেকেই হাসিঠাট্টা করছেন। তবে ইমাম সত্যিই আঘাত পেয়েছেন। এমনকী, তাঁকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। টি-২০ সিরিজে ১-৪ ফলে হারের পর ওডিআই সিরিজে ০-৩ হেরে গেল পাকিস্তান। একইসঙ্গে শনিবার তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে ইমামের চোট পাকিস্তানের কাছে বড় ধাক্কা।

ঠিক কী হয়েছিল?

পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে চোট পান ইমাম। সেই ওভারে বোলিং করতে যান উইলিয়াম ও'রুরকি। ওভারের তৃতীয় বলে ছুটে রান নিতে যান ইমাম। শর্ট কভার থেকে নন-স্ট্রাইকার প্রান্তে থ্রো তাঁর হেলমেটের জালে আটকে যায়। আঘাত পেয়ে হেলমেট খুলে মাটিতে বসে পড়েন ইমাম। পাকিস্তান ক্রিকেট দলের ফিজিও মাঠে ছুটে যান। প্রাথমিক চিকিৎসার পর ইমামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবর্তে ব্যাটিং করতে নামেন বাবর আজম (Babar Azam)। পরে জানা যায়, ইমামের পক্ষে আর এই ম্যাচে খেলা সম্ভব নয়। তাঁর পরিবর্ত খেলোয়াড় হিসেবে উসমান খানের নাম ঘোষণা করা হয়। ইমাম ৭ বল খেলে ১ রান করে অবসৃত হন। উসমান ১৭ বল খেলে ১২ রান করেন।

 

 

১২ জন মিলে ব্যাটিং করেও হার পাকিস্তানের

এই ম্যাচে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমিয়ে ৪২ করা হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৬৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৫৮ বলে ৫০ রান করেন বাবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার