Jofra Archer: আঙুলে চোট, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন জোফ্রা আর্চার?

Published : May 21, 2025, 07:02 PM ISTUpdated : May 21, 2025, 07:24 PM IST
Jofra Archer (Photo: IPL)

সংক্ষিপ্ত

Jofra Archer: এবারের আইপিএল-এর (IPL 2025) শুরুটা খুব খারাপভাবে করলেও, তারপর ছন্দ ফিরে পান জোফ্রা আর্চার। কিন্তু এরই মধ্যে চোট পেলেন এই পেসার। ফলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সমস্যায় পড়ে গেল ইংল্যান্ড দল।

Jofra Archer suffers injury blow: দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India-England Test Series) আগে অভিজ্ঞ পেসার জোফ্রা আর্চারের (Jofra Archer) চোটে সমস্যায় পড়ে গেল ইংল্যান্ড দল। এবারের আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে খেলছিলেন আর্চার। ফলে ভারতের সব ব্যাটারের খেলাই কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। ভারতের অনেক ব্যাটারকেই বোলিং করেছেন ইংল্যান্ডের এই পেসার। ফলে টেস্ট সিরিজে তিনি দলের অন্যতম ভরসা ছিলেন। কিন্তু চোট পাওয়ায় খেলতে পারবেন কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছে। ডান হাতের বুড়ো আঙুলে চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন আর্চার। তিনি কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখছেন ইসিবি (England and Wales Cricket Board) কর্তারা। আর্চার এই সিরিজে খেলতে না পারলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

কীভাবে চোট পেলেন আর্চার?

চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি আর্চার। ৪ মে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলার পর থেকেই তিনি মাঠের বাইরে। ২০ শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে এই পেসারের চোট পরীক্ষা করবে ইসিবি মেডিক্যাল টিম। তারপরেই জানা যাবে এই পেসার ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কি না। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে আর্চারের বদলে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন লুক উড (Luke Wood)।

আর্চারকে ফিট করে তোলার লক্ষ্যে ইংল্যান্ড

ইসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইংল্যান্ডের পুরুষ দল এবং সাসেক্সের পেস বোলার জোফ্রা আর্চার ডান হাতের বুড়ো আঙুলে চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ১৪ দিন পর ফের তাঁর চোট পরীক্ষা করা হবে। তিনি মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে তখনই বলা যাবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম