
Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা না করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Shehbaz Sharif) তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। পাকিস্তান সরকার এই হামলার দায় এড়াতে ব্যস্ত। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দেওয়া হলেও, পাকিস্তানের প্রধানমন্ত্রী এখনও এ বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেননি। তিনি নীরবতা অবলম্বন করে আছেন। এ বিষয়েই সরব হয়েছেন কানেরিয়া। পাকিস্তানের এই প্রাক্তন লেগ-স্পিনার প্রায়ই বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব হন। এবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়েও তিনি মুখ খুলেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা
পাকিস্তানের প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে 'এক্স' হ্যান্ডলে কানেরিয়া লিখেছেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের যদি সত্যিই কোনও ভূমিকা না থেকে থাকে, তাহলে কেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এখনও এই ঘটনার নিন্দা করলেন না? হঠাৎ কেন আপনার সেনাবাহিনীকে সতর্ক করে দিতে হল? কারণ, আপনি মনে মনে সত্যিটা জানেন। আপনি জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন এবং লালন-পালন করছেন। আপনার লজ্জিত হওয়া উচিত।’
আইএসআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায়স্বীকার করেছে লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এই জঙ্গি সংগঠনকে সবরকমভাবে মদত দেয়। পহেলগাঁওয়ে হামলার সঙ্গে যে জঙ্গিরা সরাসরি জড়িত ছিল, তাদেরও আইএসআই সাহায্য করেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করেছে ভারত। পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে, পাকিস্তানের কূটনীতিবিদদেরও ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দু'দেশের সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা জঙ্গি হামলার নিন্দা করছেন। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একমাত্র কানেরিয়াই পহেলগাঁও নিয়ে মুখ খুলেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।