ওডিআই, টি-২০ দলের নেতৃত্ব হারালেন, বাবর আজমের জন্য পাকিস্তান দলের দরজা বন্ধ?
কিছুদিন আগে পর্যন্ত বাবর আজমকে বিশ্বসেরা ব্যাটার বলে দাবি করত পাকিস্তানের ক্রিকেট মহল। কিন্তু হঠাৎই জাতীয় দলে জায়গা হারিয়েছেন এই ব্যাটার। তিনি আর ভবিষ্যতে জাতীয় দলে ফিরবেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
পাকিস্তানের টি-২০, ওডিআই দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মহম্মদ রিজওয়ান
বাবর আজমের পরিবর্তে পাকিস্তানের টি-২০, ওডিআই দলের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন মহম্মদ রিজওয়ান।
টানা হতাশাজনক পারফরম্যান্সের জন্যই পাকিস্তান দলের নেতৃত্ব হারালেন বাবর আজম
বাবর আজমের নেতৃত্বে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাকিস্তান। এই কারণেই তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়ার পরেই কপাল পুড়ল বাবর আজমের
পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের পরেই বাদ পড়েন বাবর আজম। এবার তাঁকে অন্য দুই ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল।
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার জেরেই সরে যেতে বাধ্য হলেন বাবর আজম
২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের পর পাকিস্তানের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেন বাবর আজম। তবে এ বছরের মার্চে ফের তাঁকে অধিনায়ক করা হয়। কিন্তু টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। এই কারণে ফের নেতৃত্ব ছাড়তে হল বাবরকে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে পাকিস্তান দলে ফেরানো হল না বাবর আজমকে
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর এবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। কিন্তু সেই সিরিজের দলে সুযোগ পাননি বাবর আজম।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে পাকিস্তান দলে সুযোগ পাবে বাবর আজম?
বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে পাকিস্তান। ফলে বাবরের পক্ষে পাকিস্তান দলে ফেরা কঠিন।
সাফল্য পাওয়ার জন্য মহম্মদ রিজওয়ানের উপর ভরসা রাখছে পাকিস্তানের ক্রিকেট মহল
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স কাপের পাঁচটি দলের মেন্টর ও কোচের সঙ্গে কথা বলেছি। তাঁদের অধিকাংশেরই বিশ্বাস, মহম্মদ রিজওয়ানের অধিনায়ক হওয়া উচিত এবং সলমন আলি আগার সহ-অধিনায়ক হওয়া উচিত।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাধ্যমে পাকিস্তানের অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করবেন মহম্মদ রিজওয়ান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই, টি-২০ সিরিজের মাধ্যমে পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে কাজ শুরু করছেন মহম্মদ রিজওয়ান। এরপর তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাকিস্তান দলে নেই মহম্মদ রিজওয়ান
জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাকিস্তান দলে মহম্মদ রিজওয়ানকে রাখা হয়নি। ফলে এই সিরিজে পাকিস্তানের নেতৃত্বে থাকছেন সলমন আলি আগা।
প্রথমবার সীমিত ওভারের ফর্ম্যাটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে থাকছেন মহম্মদ রিজওয়ান
২০২০-২১ মরসুমে নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট ম্যাচে পাকিস্তানের নেতৃত্বে ছিলেন মহম্মদ রিজওয়ান। তবে তিনি এর আগে টি-২০, ওডিআই ফর্ম্যাটে জাতীয় দলকে নেতৃত্ব দেননি।