২০২৫ সালের আইপিএল-এ তো বটেই, আরও কয়েক মরসুম সিএসকে-র হয়ে খেলবেন, ইঙ্গিত ধোনির
আইপিএল ২০২৫-এর প্লেয়ার রিটেনশন ও নিলামের আগে বড় বার্তা দিলেন মহেন্দ্র সিং ধোনি। এক সফটঅ্যয়ার ব্র্যান্ডের প্রোমোশনাল ইভেন্টে ধোনি বলেছেন, ‘কেরিয়ারের শেষ যে কয়েক বছর আমি ক্রিকেট খেলব, সেই সময় শুধু খেলা উপভোগ করতে চাই।’
শুধু আইপিএল-এ খেলার সময় ক্রিকেট উপভোগ করা কঠিন, মত মহেন্দ্র সিং ধোনির
মহেন্দ্র সিং বলেছেন, ‘যখন কেউ ক্রিকেটের মতো পেশাদার খেলা খেলে, তখন শুধু খেলা হিসেবে উপভোগ করা কঠিন। আমি সেটাই করতে চাই। সেটা সহজ নয়। আবেগপ্রবণ হয়ে পড়ি, দায়বদ্ধতাও থাকে। আমি শুধু আগামী কয়েক বছর খেলা উপভোগ করতে চাই।’
বছরে ২ মাস আইপিএল-এর জন্য সময় দেওয়া কঠিন নয়, মত মহেন্দ্র সিং ধোনির
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধু আইপিএল-এ খেলছেন মহেন্দ্র সিং ধোনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি যাতে আড়াই মাসের জন্য আইপিএল-এ খেলতে পারি, তার জন্য ৯ মাস ফিট থাকতে হয়। উপযুক্ত পরিকল্পনা করতে হয়। একইসঙ্গে আরামে থাকতেও পারি।’
২০২৫ সালের আইপিএল-এর নিলামের আগেই মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস
আইপিএল-এর নতুন নিয়ম অনুযায়ী, ৫ বছর জাতীয় দলের হয়ে না খেলা মহেন্দ্র সিং ধোনিকে ৪ কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস। সেটাই হয়তো হতে চলেছে।
চেন্নাই সুপার কিংস সমর্থকরা চাইছেন, আরও কয়েক বছর আইপিএল-এ খেলুন মহেন্দ্র সিং ধোনি। এই কিংবদন্তি নিজেই সেই ইঙ্গিত দিলেন।
আগামী কয়েকদিনের মধ্যে ধোনিকে রিটেন করার কথা ঘোষণা করতে পারে সিএসকে
আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে রিটেন করা খেলোয়াড়দের তালিকা জানিয়ে দিতে হবে। এরপর নভেম্বরের চতুর্থ সপ্তাহে নিলাম হবে।
আইপিএল থেকে অবসর নেওয়ার আগে ফের চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করতে চান মহেন্দ্র সিং ধোনি
আইপিএল-এ গত মরসুম থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক নন মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি সাধারণ খেলোয়াড় হিসেবেই ভালো পারফরম্যান্স দেখিয়ে ফের দলকে চ্যাম্পিয়ন করতে চান।