Haris Rauf: হাস্যকর দাবি পাকিস্তান পেসার হ্যারিস রাউফের! ভারতকে দুবার হারাবেন তারা?

Published : Aug 25, 2025, 06:44 PM IST
Haris Rauf (Photo: @TheRealPCB/X)

সংক্ষিপ্ত

Haris Rauf: এশিয়া কাপের দল ঘোষণার পরই দুবাই পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। এমনকি, সেখানে গিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। 

Haris Rauf: আসছে এশিয়া কাপ। ভারত-পাক লড়াই আগামী ১৪ সেপ্টেম্বর (haris rauf pakistan bowler)। আর তার আগেই মন্তব্য করলেন পাকিস্তানের পেসার হ্যারিস রাউফ। গ্রুপ পর্ব ছাড়াও ফাইনালেও ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই প্রতিযোগিতা শুরুর আগেই হ্যারিস রাউফ দাবি করেছেন, দুবারই নাকি ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান (india vs pakistan asia cup 2025)।

প্রসঙ্গত, এশিয়া কাপের দল ঘোষণার পরই দুবাই পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। এমনকি, সেখানে গিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। সেইসঙ্গে, নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলছে পাকিস্তান। 

একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে

অর্থাৎ, এশিয়া কাপের জন্য নিজেদের ভালোভাবে তৈরি করার চেষ্টা করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার সেখানেই প্রস্তুতি ম্যাচ চলাকালীন রাউফের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।

 

 

আগামী ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ রয়েছে। এরপরেই ১৪ সেপ্টেম্বর, এশিয়া কাপের মঞ্চে হাইভোল্টেজ ম্যাচ, মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। অন্যদিকে, এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। এদিকে গ্রুপ এ-তে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। 

ফাইনালেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে

আর এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ছাড়াও সুপার ফোরে দুবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ হতে পারে। এমনকি, ফাইনালেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটিতে পাক পেসার হ্যারিস রাউফ বলেন, “ইনশাল্লাহ, দুটি ম্যাচই আমরা জিতব।” 

কিন্তু পরিসংখ্যান বলছে, ভারতের কাছে সবথেকে বেশি হেরেছে পাকিস্তান। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ মিলিয়ে। তবে এই ভিডিওর প্রত্যুত্তরে পাক পেসারকে ক্রিকেটপ্রেমীরা মনে করিয়ে দিয়েছেন যে, গত ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের কথা। 

সেই ম্যাচের ১৯তম ওভারে এই রাউফের পরপর ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপের আগে কি তাঁর মনে আছে সেই কথা?

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত