টেস্টে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার লক্ষ্যে এগোচ্ছেন? কী জানালেন জো রুট?

বর্তমানে টেস্ট ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ইংল্যান্ডের জো রুট। ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা।

টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সর্বাধিক রানের রেকর্ড কি ভেঙে দিতে পারবেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট? ক্রিকেট দুনিয়ায় যখন এই আলোচনা চলছে, তখন এ বিষয়ে নির্লিপ্ত রুট। তিনি জানিয়েছেন, রেকর্ড ও মাইলফলক তাঁকে অনুপ্রাণিত করে না। তিনি দলের জয়ে অবদান রাখার কথাই ভাবেন। দলকে জেতানোর লক্ষ্যেই তিনি আরও ভালো পারফরম্যান্সের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি টেস্ট ক্রিকেটে খেলে যাবেন বলেও জানিয়েছেন রুট। এই ব্যাটার এখন ইংল্যান্ড দলের সতীর্থদের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছেন। মুলতানে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে। এই ম্যাচের আগে সচিনের রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে রুটকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে ইংল্যান্ডের এই ব্যাটার জানিয়েছেন, তিনি মাইলফলক নিয়ে ভাবছেন না।

নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছেন রুট

Latest Videos

বর্তমানে যাঁরা টেস্ট ক্রিকেট খেলছেন, তাঁদের কেউই এখনও পর্যন্ত ১০,০০০ রান করতে পারেননি। রুট ইতিমধ্যেই ১২ হাজারের বেশি রান করে ফেলেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক টেস্ট ক্রিকেটে ১২,৪৭২ রান করেছেন। তাঁর চেয়ে মাত্র ৭০ রান পিছিয়ে রুট। তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ষষ্ঠ স্থানে। রুটের বয়স ৩১ বছর। ফলে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সচিনের ১৫,৯২১ রানের রেকর্ড ভেঙে দিতে পারবেন এই ইংরেজ ব্যাটার।

নিজের খেলা নিয়েই ভাবছেন রুট

রুট বলেছেন, ‘আমি কতগুলি ম্যাচে প্রভাব ফেলতে পারছি, দলকে কতগুলি ম্যাচ জেতাতে তার ভিত্তিতেই নিজের বিচার করা উচিত। আমি কতবার ইংল্যান্ডকে জেতাতে পারছি, সেটা ভেবেই খেলতে নামি। সে কথা ভেবেই যে কোনও পরিবেশ-পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করি। আমি এখন খেলা উপভোগ করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে নিজের ৩৩ তম শতরানটি করে ফেললেন জো রুট, ছুঁয়ে ফেললেন মাইলস্টোন

India vs England: জো রুটের অপরাজিত শতরান, রাঁচি টেস্টে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

India Vs England: রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে টেস্টে ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান জো রুটের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla