অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের বড় জয়! হ্যারিস বিলেন ৫ উইকেট, ব্যাটে ঝড় আইয়ুবের

প্রথম উইকেটে আইয়ুব-শেফিক (অপরাজিত ৬৪) জুটি গড়েন ১৩৭ রানের।

Subhankar Das | Published : Nov 8, 2024 10:57 AM IST

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানের নয় উইকেটের বিশাল জয়। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া প্রদত্ত ১৬৪ রানের লক্ষ্য পাকিস্তান ২৬.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে অতিক্রম করে। ৭১ বলে ৮২ রান করে সাইম আইয়ুব পাকিস্তানকে জয় এনে দেন। এর আগে আট ওভারে মাত্র ২৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে হ্যারিস রউফ অস্ট্রেলিয়াকে ধ্বংস করে দেন। শাহীন আফ্রিদি তিন উইকেট পান। ৩৫ রান করে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরার। এর ফলে তিন ম্যাচের সিরিজে দুই দল সমতা অর্জন করে।

মোহনীয় শুরু পায় পাকিস্তান। প্রথম উইকেটে আইয়ুব-আব্দুল্লাহ শেফিক (অপরাজিত ৬৪) জুটি গড়েন ১৩৭ রানের। আইয়ুবকে অ্যাডাম জাম্পা আউট করলেও ততক্ষণে পাকিস্তান জয় নিশ্চিত করে ফেলেছে। ছয় ছক্কা এবং পাঁচ চারে সাজানো ছিল আইয়ুবের ইনিংস। পরে বাবর আজমকে (অপরাজিত ১৫) সঙ্গে নিয়ে শেফিক পাকিস্তানকে জয় এনে দেন। তিন ছক্কা এবং চার চারে সাজানো ছিল শেফিকের ইনিংস।

Latest Videos

অ্যাডিলেডে টস জিতে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান। স্কোরবোর্ড যেমনটা ইঙ্গিত দিচ্ছে, অস্ট্রেলিয়ার শুরুটা ছিল ভঙ্গুর। স্কোরবোর্ডে মাত্র ২১ রান থাকতেই জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের (১৩) উইকেট হারায় অস্ট্রেলিয়া। আফ্রিদির বলে উইকেটের সামনে আটকা পড়েন তিনি। এরপর সহ-উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু শর্টও ফিরে যান। ১৯ রান ছিল তার সংগ্রহ। স্মিথ-জশ ইংলিস (১৮) জুটি কিছুটা আশা জাগালেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইংলিসকে হ্যারিস আউট করেন। ম্যাচে তার প্রথম উইকেট ছিল এটি। 

পরে আসা ব্যাটসম্যানরা সবাই হ্যারিসের গতির সামনে নতি স্বীকার করেন। এর মধ্যে স্মিথকে মোহাম্মদ হাসনাইন আউট করেন। মার্নাস লাবুশেন (৬), অ্যারন হার্ডি (১৪), গ্লেন ম্যাক্সওয়েল (১৬), প্যাট কামিন্স (১৩) -কে হ্যারিস আউট করেন। অ্যাডাম জাম্পার (১৮) পরিশ্রমের ফলে স্কোর ১৫০ ছাড়িয়ে যায়। মিচেল স্টার্ককে (১) নাসিম শাহ আউট করেন। জশ হ্যাজেলউড (২) অপরাজিত থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
সোমবার থেকে অচল জলপথ! ভেসেল ধর্মঘটে নিত্যযাত্রীদের চরম ভগান্তি! | South 24 Parganas News Today