অস্ট্রেলিয়া সফরের আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে অবকাশ যাপন, দক্ষিণ ভারতীয় খাবারে মজে বিরাট কোহলি

কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। তার আগে মানসিকভাবে তরতাজা হয়ে ওঠার জন্য স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি।

নিজে দিল্লির ছেলে। কিন্তু ক্রিকেট খেলার সুবাদে সারা ভারত এবং অন্যান্য দেশেও ঘুরে বেড়াতে হয়। এই কারণে সব ধরনের খাবার-সংস্কৃতির সঙ্গেই পরিচিত বিরাট কোহলি। তিনি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন। ফলে দক্ষিণ ভারতীয় খাবারের সঙ্গেও পরিচিত বিরাট। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও শ্যুটিংয়ের জন্য সারা বিশ্বে ঘুরে বেড়ান। ফলে তিনিও সব ধরনের খাবারে অভ্যস্ত। তবে বিরুষ্কার অত্যন্ত পছন্দের খাবার ইডলি-ধোসা। এই বিখ্যাত দম্পতি এখন মুম্বইয়ে আছেন। সেখানেই তাঁরা বিখ্যাত দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ 'বেনে বম্বে'-তে প্রাতরাশ সারতে গিয়েছিলেন। সেখানে তাঁরা ক্রিসপি ধোসা, ফ্লেভারফুল ইডলি পডির মতো সুস্বাদু খাবার খেলেন। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে ছবিও তোলেন বিরুষ্কা। রেস্তোরাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ছবি শেয়ার করা হয়েছে।

অস্ট্রেলিয়া সফরের আগে বিশ্রামে বিরাট

Latest Videos

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট। বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস ছাড়া আর কোনও ইনিংসেই ভালো ব্যাটিং করতে পারেননি বিরাট। ৬ ইনিংসে তিনি ১০০ রানও করতে পারেননি। বারবার স্পিনারদের বলে আউট হয়ে গিয়েছেন এই তারকা ব্যাটার। খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। অস্ট্রেলিয়া সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিরাট

 

 

সময় পেলেই একসঙ্গে ঘুরে বেড়ান বিরুষ্কা

দেশের অন্যতম বিখ্যাত দম্পতি বিরুষ্কা। তাঁরা নিজেদের কাজের ফাঁকে সুযোগ পেলেই নানা বেড়াতে যান। নিম করোলি বাবার আশ্রমে এই দম্পতিকে দেখা গিয়েছে। তাঁরা সম্প্রতি কৃষ্ণ দাসের কীর্তনে গিয়েছিলেন। আধ্যাত্মিক বিষয়ে তাঁদের আগ্রহ রয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে ছুটি কাটিয়ে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে তরতাজা হয়ে উঠে ওঠাই বিরাটের লক্ষ্য। তিনি অস্ট্রেলিয়া সফরে ভালো ব্যাটিং করতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কড়া ব্যবস্থার পথে বিসিসিআই, টেস্ট দল থেকে বাদ পড়বেন বিরাট-রোহিত?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে ৯৩ রান! দেশের মাটিতে টেস্ট সিরিজে লজ্জার নজির বিরাট কোহলির

দীপাবলির উৎসবের মধ্যেই টেস্ট ম্যাচ, মাঠেই জনপ্রিয় হিন্দি গানে নেচে উঠলেন বিরাট, ভাইরাল ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল