
ICC Women's World Cup 2025: ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার সময় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মীরের একটি মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের সময়।
সেখানে সানা মীর পাকিস্তানি খেলোয়াড় নাটালিয়া পারভেজকে আজাদ কাশ্মীরের খেলোয়াড় হিসেবে বর্ণনা করার পরেই এই বিতর্কের সূত্রপাত। আইসিসি যখন রাজনীতি এবং খেলাধুলাকে মেশানোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, ঠিক তখনই সানা মীরের মন্তব্য কার্যত, নিয়ম লঙ্ঘন বলেই সমালোচিত হতে শুরু করেছে।
ইতিমধ্যেই সানা মীরের এই মন্তব্যেরন প্রতিবাদও শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন বহু ক্রিকেটপ্রেমী। এমনকি, আইসিসি এবং বিসিসিআই-কে ট্যাগ করে সানা মীরকে ধারাভাষ্য প্যানেল থেকে সরানোর জোরালো দাবি উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, এর আগে এশিয়া কাপেও একই ধরনের একটি ঘটনা ঘটে। ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের বোলার পেসার হ্যারিস রউফের 'ফাইটার জেট অনুকরণ' এবং '৬-০' অঙ্গভঙ্গি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।
এবার সেই তালিকায় যুক্ত হল পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার সানা মীরের একটি বিতর্কিত মন্তব্য। বৃহস্পতিবার, পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের সময় এই ঘটনাটি ঘটেছে।
সেই ম্যাচ চলাকালীন, ধারাভাষ্য দিতে দিতে সানা মীর পাকিস্তানের ক্রিকেটার নাটালিয়া পারভেজকে একজন আজাদ কাশ্মীরের ক্রিকেটার হিসেবে বর্ণনা করেন। আর তারপর থেকেই বিতর্কের সূত্রপাত।
এশিয়া কাপের পর মহিলা বিশ্বকাপেও ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই ভারতীয় দলকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার কোনও প্রয়োজন নেই। রবিবার, কলম্বোতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর অবশ্য আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, তাদের মনোযোগ বিতর্কে নয়, ক্রিকেটে রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।