
Smriti Mandhana-Palash Muchhal Relationship: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ! বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পরেই হঠাৎ মেরি ডি'কোস্টা (Mary D'Costa) নামে এক মহিলাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে (Instagram) পলাশের সঙ্গে মেরির চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চ্যাটে দেখা যাচ্ছে, মেরির সৌন্দর্যের প্রশংসা করেছেন পলাশ। তিনি মেরিকে ভোর পাঁচটায় মুম্বইয়ের (Mumbai) ভারসোভা বিচে (Versova Beach), সাঁতার কাটতে এবং স্পায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এই চ্যাটেই পলাশ জানিয়েছেন, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে। তবে তাঁরা আলাদা শহরে থাকেন। তিনি মাঝেমধ্যেই অন্য শহরে গিয়ে স্মৃতির সঙ্গে দেখা করেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, পলাশ স্মৃতিকে ভালোবাসেন কি না। সেই প্রশ্নের জবাব দেননি পলাশ। তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান। এই চ্যাট ভাইরাল হতেই অনেকে বলতে শুরু করেছেন, স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ।
রবিবার, ২৩ নভেম্বর পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে রীতি মেনে হলদি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে হবু দম্পতিকে একসঙ্গে নাচতে দেখা যায়। জাতীয় দলে স্মৃতির সতীর্থরাও হলদি অনুষ্ঠানে ছিলেন। সবাই মিলে আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু বিয়ের আগের রাতে স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর জানা যায়, অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। এখন শোনা যাচ্ছে, বিয়ে হচ্ছে না। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ে সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে দিয়েছেন স্মৃতি। তাঁর সঙ্গে পলাশের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বলে জল্পনা চলছে।
বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পলাশকে আনফলো করে দিয়েছেন স্মৃতি। এই কারণে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বেড়েছে। জল্পনা যদি সত্যি হয়, তাহলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যই স্মৃতি ও পলাশের বিয়ে ভেঙে গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।