
Smriti Mandhana-Palash Muchhal: স্মৃতি মান্ধানার বিয়ের অনুষ্ঠান স্থগিত না পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কে ইতি? এই তারকা ক্রিকেটার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে বিয়ে সংক্রান্ত যাবতীয় মুছে দেওয়ার পর এই জল্পনা বাড়ছে। স্মৃতির পরিবারের সদস্যরা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, বাবার অসুস্থতাই একমাত্র কারণ নয়, পলাশের সঙ্গে সম্পর্কের অবনতিও বিয়ের অনুষ্ঠান থামিয়ে দেওয়ার অন্যতম কারণ। জাঁকজমক করে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিলেও, পলাশ অন্য সম্পর্কে জড়িত বলে অভিযোগ উঠছে। তাঁদের সম্পর্কের মাঝে চলে এসেছেন এক কোরিওগ্রাফার। স্মৃতির পরিবার সূত্রে খবর, সেই কারণেই সমস্যা তৈরি হয়। যেদিন বিয়ে হওয়ার কথা ছিল, তার আগের রাতে প্রচণ্ড অশান্তি হয়। তাতেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর পলাশও হাসপাতালে ভর্তি হন। তিনি সাংলি (Sangli) থেকে মুম্বই (Mumbai) ফিরে গিয়েছেন বলে জানিয়েছেন স্মৃতির মা। ফলে এটা স্পষ্ট যে আপাতত বিয়ের অনুষ্ঠান ফের শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনকী, অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পরেও নতুন করে কোনও অনুষ্ঠান হবে কি না, সে বিষয়েও যথেষ্ঠ সংশয় রয়েছে।
বলিউডের (Bollywood) জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলক মুচ্ছলের (Palak Muchhal) ভাই পলাশ। স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর দেশজুড়ে যে জল্পনা-কল্পনা চলছে, সেই পরিস্থিতিতে মুখ খুলেছেন পলক। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) পোস্ট করেছেন, ‘স্মৃতির বাবার স্বাস্থ্যের কারণে স্মৃতি ও পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে। সবার কাছে আমাদের অনুরোধ, এই সংবেদনশীল মুহূর্তে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন।’
বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা ছিল স্মৃতির। কিন্তু এখন আর সেসব কিছুই হচ্ছে না। বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখাই এখন এই তারকা ক্রিকেটারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর পরিবার ও ব্যক্তিগত জীবনের বিপর্যয় কাটিয়ে তিনি ক্রিকেটে ফিরবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।