PBKS vs RCB Live Updates: অপ্রতিরোধ্য পাঞ্জাব! বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে বাজিমাত টিম ডেভিডদের

Published : Apr 19, 2025, 12:14 AM ISTUpdated : Apr 19, 2025, 02:31 AM IST
IPL 2025

সংক্ষিপ্ত

PBKS vs RCB Live Updates: বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। কিন্তু তবুও যেন দাপট কমল না পাঞ্জাবের (PBKS vs RCB)।

PBKS vs RCB Live Updates: আইপিএল-এর মঞ্চে কার্যত, হাইভোল্টেজ লড়াই ছিল এটি। তবে কিছুটা তাল কাটল বৃষ্টিতে। তাই টস হতেও অনেকটাই দেরি হল। খেলা শুরু হল প্রায় ১০টার কাছাকাছি। ফলে, ম্যাচের ওভার কমে দাঁড়ায় ১৪। অর্থাৎ, ১৪ ওভারের খেলায় শুক্রবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bangalore)।

 

 

আর সেই ম্যাচেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব।এদিন টসে জিতে বোলিং নেয় তারা। আর ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বেঙ্গালুরু। ফিল সল্ট ফিরে যান মাত্র ৪ রানে এবং বিরাট কোহলির সংগ্রহে মাত্র ১ রান। তবে অধিনায়ক রজত পাতিদার কিছুটা লড়াই করেন, তাঁর ঝুলিতে ২৩ রান। অন্যদিকে, লিয়াম লিভিংস্টোন করেন ৪ রান, জীতেশ শর্মা ২ এবং ক্রুনাল পান্ডিয়া ১ রানে ফিরে যান (IPL 2025 Live Score)।

 

 

কিন্তু এদিন লড়াই করেন টিম ডেভিড। তাঁর গুরুত্বপূর্ণ ৫০ রানটি না হলে, বেঙ্গালুরুর অবস্থা আরও শোচনীয় হত। তাছাড়া আর কেউই সেইভাবে দাঁড়াতে পারেননি। শেষপর্যন্ত, ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB 2025 Live Score)। 

তবে এদিন পাঞ্জাবের হয়ে দুরন্ত বোলিং করেন চাহালরা। ২টি করে উইকেট পেয়েছেন মার্কো জ্যানসেন, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল এবং হরপ্রীত ব্রার। 

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবও যথেষ্ট সমস্যায় পড়ে। একদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ২২ গজ এমনিতেই বিপজ্জনক। তার মধ্যে আবার চিন্নাস্বামীর আউটফিল্ড। যদিও মাঠকর্মীরা প্রচুর চেষ্টা করেছেন। তাছাড়া চিন্নাস্বামীর ড্রেনেজ সিস্টেম খারাপ নয় (IPL 2025 Points Table)। 

যাই হোক, বেকায়দায় পড়েন শ্রেয়সরাও। যদিও বিশাল কোনও লক্ষ্যমাত্রা ছিল না, তাই ম্যাচ করে নিতে অসুবিধা হয়নি। কিন্তু প্রিয়াংশ আর্য ফিরে যান মাত্র ১৬ রানে এবং প্রভসিমরান সিং করেন ১৩ রান। অধিনায়ক শ্রেয়স এদিনও খুব একটা সুবিধা করতে পারলেন না, সংগ্রহে মাত্র ৭ রান। ওদিকে জস ইংলিশের ঝুলিতে ১৪ রান। কিন্তু এদিন বেশ ভালো লড়াই করলেন নেহাল ওয়াধেরা। খেললেন ১৯ বলে ৩৩ রানের অসাধারণ ইনিংস (PBKS vs RCB Live Update)।

সেই সুবাদেই বেশি বেগ পেতে হল না পাঞ্জাবকে। মাত্র ১২.১ ওভারে, ৮ উইকেট হারিয়েই ৯৮ রান তুলে নেয় পাঞ্জাব কিংস। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৫ উইকেটে জয় এবং ম্যাচের সেরা টিম ডেভিড (Tim David)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম