ICC Champions Trophy: কেমন হবে ভারতীয় দল? বুমরা ছাড়া আর যাদের সম্ভাবনা প্রবল

Published : Jan 07, 2025, 10:43 PM IST
ICC Champions Trophy: কেমন হবে ভারতীয় দল? বুমরা ছাড়া আর যাদের সম্ভাবনা প্রবল

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর, শুভমান গিলের সহ অধিনায়ক পদ চলে যেতে পারে বলে খবর।

তবে অধিনায়ক হিসেবে রোহিত শর্মাই থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর, শুভমান গিলের সহ অধিনায়ক পদ চলে যেতে পারে বলে খবর। ওদিকে টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে বাদ পড়া হার্দিক পান্ডিয়াকেও সহ অধিনায়ক পদে বিবেচনা করা হবে না বলে সূত্রের খবর।

অজিদের বিরুদ্ধে সিরিজে ৩২টি উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া যশপ্রীত বুমরা রোহিতের অধীনে সহ অধিনায়ক হবেন বলে খবর। এমনকি, টেস্টেও রোহিতের উত্তরসূরী হিসেবে বুমরাকেই বর্তমান অধিনায়ক হিসেবে মনে করছেন নির্বাচকরা। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরা আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হবেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে বুমরা ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন এবং জয় এনে দিয়েছিলেন। এরপর সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্টে রোহিত ছিলেন না, তখনও বুমরাই অধিনায়ক ছিলেন। বুমরা যদি আহত না হতেন, তাহলে সিডনি টেস্টেও হয়ত ভারতের জয়ের সম্ভাবনা ছিল।

কিন্তু বারবার চোট পাওয়া এবং সব সিরিজে খেলতে না পারা বুমরাহ অধিনায়ক পদে বিবেচনা করার ক্ষেত্রে চ্যালেঞ্জও রয়েছে। আর রোহিতের উত্তরসূরী হিসেবে টেস্ট এবং একদিনের ক্রিকেটে বুমরা অধিনায়ক হলে সহ-অধিনায়ক পদে কাকে বিবেচনা করা হবে, সেটাই এখন দেখার বিষয়। ঋষভ পন্থ এবং কে এল রাহুলকে আগে রোহিতের উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হত। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স বুমরার গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে গড়াপেটা! টি-২০ বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই বোর্ড কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
T20 World Cup 2026: বাংলাদেশের আবেদনকে তোয়াক্কা নয়! হবে না কোনও শুনানি, শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি-র?