অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ভারতকে! Champions Trophy-র আগে ক্ষেপে গেলেন পাকিস্তানের প্রাক্তনীরা

এবার ক্ষেপে উঠলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তনীরা। 

তবে বাকি ম্যাচগুলি পাকিস্তানে অনুষ্ঠিত হলেও, ভারতের ম্যাচগুলি খেলা হবে দুবাইতে। এবার তা নিয়ে বেজায় ক্ষিপ্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। তাদের অভিযোগ, অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে ভারতকে।

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমে হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়নি পাকিস্তান। তবে শেষপর্যন্ত, চাপের মুখে হার মানতে বাধ্য হয় পাক বোর্ড। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। এদিকে ভারত-পাক মহারণ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

Latest Videos

গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। তবে শুধু গ্রুপ পর্বের ম্যাচ নয়। কিন্তু ভারত সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে সেই ম্যাচগুলিও হবে দুবাইতেই।

আর এই সূচি নিয়েই যত আপত্তি তাদের। পাকিস্তানের প্রাক্তন পেসার সেলিম আলতাফ বলছেন, “একমাত্র ভারতই জানে সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে কোথায় খেলবে। সেখানে অন্য দলগুলি সেটা জানতে পারবে, গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর।”

এই বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আরও এক পাক প্রাক্তনী ইন্তিকাব আলম। তিনি জানিয়েছেন, “অন্য দলগুলির মতো ভারতকে এক জায়গা থেকে অন্য জায়গায় খেলতে যেতে হবে। একই ধরনের পিচ এবং পরিবেশে খেলার সুবিধা পাবে ভারত। অন্য দলগুলির সঙ্গে অন্যায় করা হয়েছে। আমার আশ্চর্য লাগছে যে, অন্য কোনও বোর্ড এই নিয়ে সোচ্চার হয়নি কেন?”

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী, একটি সেমিফাইনাল রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এবং ফাইনালও দেওয়া হয়েছে গদ্দাফিতেই। তবে একটি সেমিফাইনাল আবার দেওয়া হয়েছে দুবাইয়ে। আইসিসি জানিয়ে দিয়েছে, ভারত সেমিতে উঠলে সেু ম্যাচটি খেলা হবে দুবাইতে। আর পাকিস্তান উঠলে সেই ম্যাচ খেলা হবে লাহোরে।

তবে ফাইনাল লাহোরে হওয়ার ক্ষেত্রেও একই শর্ত দেওয়া হয়েছে। ভারত না উঠলে তবেই ওই ম্যাচ হবে লাহোরে। নতুবা সেটিও হবে দুবাইতেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla