
Ravichandran Ashwin: আইপিএল-এর পরবর্তী সিজনে খেলবেন না বলে ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। পরবর্তী আইপিএলের আগেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য অশ্বিন টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।
গত আইপিএল-এর নিলামে রাজস্থান রয়্যালস থেকে ৯.৭৫ কোটি টাকায় অশ্বিন তাঁর প্রথম দল চেন্নাই সুপার কিংসে ফিরে যান। সেই ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। এমনকি তিনি পাঞ্জাবেরও অধিনায়ক ছিলেন। তারপরেই তিনি রাজস্থান রয়্যালসে যোগ দেন। চেন্নাই দলের সঙ্গেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা ছিল বলেই অশ্বিন আবার চেন্নাই জার্সি গায়ে চাপান। তবে গত সিজনে ৯টি ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে অশ্বিন মাত্র সাতটি উইকেট পেয়েছেন।
আইপিএল-এর পর, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা অশ্বিনের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়েরও অভিযোগ ওঠে। পরে অবশ্য তা ভুল প্রমাণিত হয়। গত বছর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন কি সক্রিয় ক্রিকেট থেকে এবার অবসর নেওয়ার পথে। সেই জল্পনাই যেন চলছে। আর তারই অংশ হিসেবে এবার তিনি সিএসকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছেন বলে অনেকে মনে করছেন। আইপিএল-এর ক্যারিয়ারে ২২১ ম্যাচে মোট ১৮৭ উইকেট নিয়েছেন অশ্বিন।
অন্যদিকে, চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসে অশ্বিনের অধিনায়ক ছিলেন আরেক তারকা সঞ্জু স্যামসন। তবে আইপিএল-এর পরবর্তী সিজনে আর হয়ত খেলবেন না অশ্বিন। এবার সেইরকমই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। পরবর্তী আইপিএলের আগেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য অশ্বিন টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।