Ravichandran Ashwin: লম্বা সময়ের সম্পর্কের অবসান! চেন্নাই সুপার কিংস ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন

Published : Aug 08, 2025, 05:21 PM IST
Ravichandran Ashwin: লম্বা সময়ের সম্পর্কের অবসান! চেন্নাই সুপার কিংস ছাড়ছেন রবিচন্দ্রন অশ্বিন

সংক্ষিপ্ত

Ravichandran Ashwin: আইপিএল-এর পরবর্তী সিজনে খেলবেন না বলে আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য অশ্বিন টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন।

Ravichandran Ashwin: আইপিএল-এর পরবর্তী সিজনে খেলবেন না বলে ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। পরবর্তী আইপিএলের আগেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য অশ্বিন টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।

গত আইপিএল-এর নিলামে রাজস্থান রয়্যালস থেকে ৯.৭৫ কোটি টাকায় অশ্বিন তাঁর প্রথম দল চেন্নাই সুপার কিংসে ফিরে যান। সেই ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। এমনকি তিনি পাঞ্জাবেরও অধিনায়ক ছিলেন। তারপরেই তিনি রাজস্থান রয়্যালসে যোগ দেন। চেন্নাই দলের সঙ্গেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছা ছিল বলেই অশ্বিন আবার চেন্নাই জার্সি গায়ে চাপান। তবে গত সিজনে ৯টি ম্যাচে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে অশ্বিন মাত্র সাতটি উইকেট পেয়েছেন।

 

 

আইপিএল-এর পর, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা অশ্বিনের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়েরও অভিযোগ ওঠে। পরে অবশ্য তা ভুল প্রমাণিত হয়। গত বছর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন কি সক্রিয় ক্রিকেট থেকে এবার অবসর নেওয়ার পথে। সেই জল্পনাই যেন চলছে। আর তারই অংশ হিসেবে এবার তিনি সিএসকে ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছেন বলে অনেকে মনে করছেন। আইপিএল-এর ক্যারিয়ারে ২২১ ম্যাচে মোট ১৮৭ উইকেট নিয়েছেন অশ্বিন।

অন্যদিকে, চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসে অশ্বিনের অধিনায়ক ছিলেন আরেক তারকা সঞ্জু স্যামসন। তবে আইপিএল-এর পরবর্তী সিজনে আর হয়ত খেলবেন না অশ্বিন। এবার সেইরকমই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। পরবর্তী আইপিএলের আগেই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য অশ্বিন টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?