রঞ্জি ট্রফিতে প্রথমবার ৫ উইকেট, আইপিএল নিলামের আগে ফর্মে অর্জুন তেন্ডুলকর

Published : Nov 13, 2024, 03:02 PM ISTUpdated : Nov 13, 2024, 03:41 PM IST
Arjun Tendulkar

সংক্ষিপ্ত

আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। তবে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার।

কিছুদিন পরেই আইপিএল ২০২৫-এর জন্য মেগা নিলাম হতে চলেছে। তার আগে রঞ্জি ট্রফিতে অসাধারণ বোলিং করলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। তিনি রঞ্জি ট্রফিতে প্রথমবার কোনও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। বুধবার চলতি রঞ্জি ট্রফিতে গোয়ার পঞ্চম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম দিন ২৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন অর্জুন। এদিন পরভরিমে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমি গ্রাউন্ডে ম্যাচের প্রথম সেশনে দাপট দেখালেন অর্জুন। তাঁর দাপটে ৩০.৩ ওভারে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে গেল অরুণাচল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অরুণাচলের অধিনায়ক নবাম আবো। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত দলের বিপক্ষে গেল। ম্যাচের দ্বিতীয় ওভারেই অরুণাচলের ওপেনার নবাম হ্যাচাংকে (০) বোল্ড করে দেন অর্জুন। তাঁর দ্বিতীয় শিকার হন নীলম ওবি (২২)। এরপর জয় ভাবসরকে (০) প্রথম বলেই এলবিডব্লু করে দেন অর্জুন। তাঁর চতুর্থ শিকার হন চিন্ময় পাতিল (৩)। এরপর মোজি এতেকে (১) বোল্ড করে দেন অর্জুন।

অরুণাচলের ব্যাটিং ব্যর্থতা

অরুণাচলের অধিনায়ক লড়াই করার চেষ্টা করেন। তিনি ২৫ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বাধিক রান করেন নীলম। সিদ্ধার্থ বালোদি করেন ১৬ রান। সন্দীপ কুমার ঠাকুর করেন ১২ রান। গোয়ার হয়ে অর্জুনের ৫ উইকেটের পাশাপাশি ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন মোহিত রেডকর। ৩১ রান দিয়ে ২ উইকেট নেন কিথ পিন্টো।

গোয়ার হয়ে ভালো বোলিং অর্জুনের

চলতি মরসুমে গোয়ার হয়ে ভালো বোলিং করছেন অর্জুন। প্রথম ৪ ম্যাচে তিনি ১৬ উইকেট নিয়েছেন। এই তরুণের বোলিংয়ের গড় ১৭.৭৫। তাঁর ইকনমি রেট ৩.০৮। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়ে যেতে পারেন অর্জুন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2023: লখনউয়ে হাতে কামড়ে দিয়েছে কুকুর, জানালেন অর্জুন তেন্ডুলকর

IPL 2023: আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়লেন অর্জুন তেন্ডুলকর

গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান অর্জুন তেন্ডুলকরের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড