'এবার নিজের মতো করে জীবন কাটাও,' রবিচন্দ্রন অশ্বিনকে বার্তা স্ত্রী প্রীতি নারায়ণনের

ভারতীয় ক্রিকেট মহলে রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে এখনও আলোচনা চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ক্রিকেটারকে বিশেষ বার্তা দিলেন তাঁর স্ত্রী প্রীতি নারায়ণন।

Soumya Gangully | Published : Dec 22, 2024 3:52 AM IST
14
অস্ট্রেলিয়া সফরের মধ্যেই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রবিচন্দ্রন অশ্বিনের

ভারতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিকভাবে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, যা সকলকে অবাক করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দু'টি ম্যাচে খেলার সুযোগ না পাওয়ায় অশ্বিন অবসর নিয়েছেন বলে জানা গেছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা তাঁকে দল থেকে বাদ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

24
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলা চালিয়ে যাবেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনের অবসর জীবন সুন্দর কাটুক, এই কামনা করে রাজনীতি, সিনেমা, খেলাধুলার তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। পরে অস্ট্রেলিয়া থেকে চেন্নাই ফিরে অশ্বিন বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছে। আমার ভেতরের ক্রিকেটার এখনও অবসর নেয়নি। আমি যতদিন পারব, ক্রিকেট খেলে যাব। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। খেলা ছাড়া থাকা খুব কঠিন।’

34
অবসর ঘোষণা করার কয়েকদিন পর স্ত্রী প্রীতি নারায়ণনের কাছ থেকে বিশেষ বার্তা পেয়েছেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন আবেগঘন বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'গত দু'দিন ধরে ভাবছিলাম কী বলব। আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারকে সম্মান জানাতে এই পোস্ট করছি? অশ্বিনের সঙ্গী হিসেবেই কি ভাবব? নাকি একজন ক্রিকেটারের একজন ভক্ত হিসেবে? বুঝতে পারছি না। তবে মনে হয়, সবকিছুরই একটা মিশ্রণ।'

44
রবিচন্দ্রন অশ্বিনকে এবার নিজের শর্তে জীবন কাটানোর বার্তা দিলেন স্ত্রী

প্রীতি নারায়ণন আরও লিখেছেন, ‘বিশ্বের সব মাঠেই তোমার সঙ্গে গিয়েছি। তোমার জন্য সর্বত্র দাঁড়িয়েছি। তোমার খেলা কাছ থেকে দেখা সৌভাগ্যের। তোমার কাছ থেকে অনেককিছু শিখেছি। তুমি আমাকে যে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়েছো, সেই বিশ্বই আমাকে ছোটবেলা থেকে পছন্দের খেলাটা কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। এবার তোমার বোঝা নামিয়ে রাখার সময় এসেছে। নিজের জন্য সময় দাও। পরিবারের সঙ্গে সময় কাটাও। সারাদিন মিমস পাঠাও। কিছু না করে শুধু নিজের জন্যও কিছুটা সময় রাখো।’

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos