রবিচন্দ্রন অশ্বিনের অবসর জীবন সুন্দর কাটুক, এই কামনা করে রাজনীতি, সিনেমা, খেলাধুলার তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। পরে অস্ট্রেলিয়া থেকে চেন্নাই ফিরে অশ্বিন বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছে। আমার ভেতরের ক্রিকেটার এখনও অবসর নেয়নি। আমি যতদিন পারব, ক্রিকেট খেলে যাব। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। খেলা ছাড়া থাকা খুব কঠিন।’