IPL Auction: এ কী করলেন অশ্বিন! নিলামের আগেই নিজেই নিজেকে বিক্রি করলেন?

আসছে আইপিএল-এর (IPL) মেগা অকশন (Mega Auction)।

আসছে আইপিএল-এর (IPL) মেগা অকশন (Mega Auction)। কোন দল রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) কিনবে, সেদিকেই এখন তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আর এই নিলাম নিয়ে একাধিক জায়গায় বিশ্লেষণ শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে, নিলামের পদ্ধতি নিয়েও আলোচনা চলছে। ঠিক সেইরকমই একটি আলোচনা সভাতে ভক্তদের রীতিমতো চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। হটাৎ তিনি নিজেই নিজেকে নিলামে বিক্রি করে দিলেন।

Latest Videos

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই তারকা স্পিনারের। ‘অশ্বিন’নামের সেই ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত প্রচুর ভিডিও আপলোড করেন তিনি। আসন্ন আইপিএল নিলাম কেমন হবে, তা নিয়েও একটি ভিডিও প্রকাশ করতে চলেছেন এই অফ স্পিনার।

তাছাড়া আইপিএল-এর নিলামে যেভাবে ১০ দলের প্রতিনিধিরা থাকেন, যেভাবে পরিচালক একে একে ক্রিকেটারদের নাম ডাকেন নিলামের সময়ে এবং ঠিক সেভাবেই সাজিয়ে তোলা হয়েছে অশ্বিনের এই নতুন ভিডিও। যদিও এখনও ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি প্রকাশিত হয়নি।

তবে মঙ্গলবার, এই ভিডিওর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই ভক্তদের একেবারে চমকে দিয়েছেন অশ্বিন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “ভারতীয় টেলিভিশনের ইতিহাসে প্রথমবার কোনও ব্যক্তি নিজেই নিজেকে নিলামে তুলে বিক্রি করছেন। সাধারণত আইপিএল-এর নিলাম নিয়ে আমি খুবই উৎসাহিত থাকি। তাই এবার আমার চ্যানেলে একটি মক অকশনের আয়োজন করেছি।”

ক্রিকেটপ্রেমীরাই দলের মালিক হিসেবে নিজেদের পছন্দের টিম বেছে নিয়েছেন অশ্বিনের এই কাল্পনিক নিলামে। গোটা বিষয়টি বেশ দারুণ মজাদার হয়েছে বলেই মনে করছেন অশ্বিন নিজেও।

বিশেষত, চলতি মাসের শেষে ২৪ এবং ২৫ তারিখ আইপিএল-এর নিলাম। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেড্ডায় বসবে এই মেগা নিলামের আসর। সেই নিলামে থাকবেন অশ্বিন নিজেও। গত কয়েকটি মরশুম ধরে রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও এবার তারা অশ্বিনকে আর রিটেন করেনি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
Live: Wakf নিয়ে তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ অগ্নিমিত্রার, দেখুন সরাসরি
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
বড় কিছু হতে চলেছে! চুপ করে থাকবে না ভারত, ইঙ্গিত শুভেন্দুর! দেখুন | Suvendu Adhikari | Bangladesh
'খাবার কেন আরও অনেক কিছু বন্ধ করে দেবো' বিস্ফোরক Suvendu #shorts #shortsvideo #shortsfeed