RCB vs CSK Live Updates: একদিকে রোমারিও-কোহলি, আরেকদিকে আয়ুষ-জাদেজা জুটি! বেঙ্গালুরুতে ধুন্ধুমার ক্রিকেটে জয়ী আরসিবি

Published : May 03, 2025, 11:24 PM ISTUpdated : May 03, 2025, 11:53 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

RCB vs CSK Live Updates: বাস্তবেই যেন ক্রিকেটের মহারণ। মুখোমুখি বেঙ্গালুরু বনাম চেন্নাই (RCB vs CSK)।

RCB vs CSK Live Updates: শনিবার সন্ধ্যায় আইপিএল-এর (IPL 2025) হাইভোল্টেজ ম্যাচে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে, মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপের কিংস (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings)।

সেই ম্যাচেই ২ রানে জয় পেল বেঙ্গালুরু। কার্যত, ধুন্ধুমার ক্রিকেট এবং বিধ্বংসী ম্যাচ (live ipl score)। একেবারে শেষ বলে গিয়ে নিস্পত্তি হল খেলার। এদিন টসে জিতে বোলিং নেয় চেন্নাই। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে আরসিবি।ওপেনার জেকব বেথেল করেন ৩৩ বলে ৫৫ রান। আর বিরাট কোহলি এই ম্যাচেও দুরন্ত ব্যাটিং করলেন। তাঁর সংগ্রহে ৩৩ বলে ৬২ রান (fastest 50 in ipl history)। 

 

 

তবে দলের ওপেনাররা ভালো খেললেও, বেঙ্গালুরুর মিডল অর্ডার কিছুটা বিপাকে পড়ে যায় এদিন। দেবদূত পাডিক্কাল ফিরে যান মাত্র ১৭ রানে এবং অধিনায়ক রজত পাতিদারের সংগ্রহে মাত্র ১১ রান (rcb vs csk score)। অন্যদিকে, জীতেশ শর্মা করেন ৭ রান এবং টিম ডেভিড ২ রানে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান। ঠিক সেই সময়েই যেন তাণ্ডব শুরু হল চিন্নাস্বামীতে। ব্যাট করতে নামলেন রোমারিও শেফার্ড (where to watch royal challengers bengaluru vs chennai super kings)। 

 

 

ওটা কি ব্যাটিং ছিল না ঝড় ছিল? ১৪ বলে ৫৩ রানের ধুন্ধুমার ইনিংস খেললেন তিনি। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের হয়ে এদিন ৩ উইকেট পান মাথিশা পাথিরানা (csk vs rcb live)। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন স্যাম কুরান এবং নূর আহমেদ। 

জবাবে ব্যাট করতে নেমে সাময়িক হোঁচট খায় সিএসকে। মাত্র ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান শাইক রশিদ। কিন্তু জ্বলে ওঠেন তরুণ ওপেনার আয়ুষ মাথরে। রীতিমতো বিধ্বংসী এবং দাপুটে ইনিংস খেলেন তিনি। উপহার দেন ৪৮ বলে ৯৪ রান (royal challengers bengaluru vs chennai super kings matches)। 

 

 

এদিকে স্যাম কুরান মাত্র ৫ রানে ফিরে যান। মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে ১২ রান। কিন্তু এদিন মাথরে আর রবীন্দ্র জাদেজা জুটি বাঁধেন। একটা সময় তো মনে হচ্ছিল। ম্যাচ প্রায় বের করে নিয়েছে চেন্নাই। তাছাড়া বেঙ্গালুরু ফিল্ডাররা এই ম্যাচে অনেকগুলি ক্যাচ ফেলেন (ipl today match live)। 

মাথরে আউট হয়ে গেলেও, লড়তে থাকেন জাদেজা। বিশাল বিশাল ছক্কা মারছিলেন তিনি। খেলেন ৪৫ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস। খেলা গড়ায় শেষ ওভার অবধি। সেই ওভারে আবার একটি নো-বল এবং ছক্কাও হয়। পেন্ডুলামের মতো ম্যাচ এদিক থেকে ওদিকে দুলছিল। শেষপর্যন্ত, বাজিমাত করে আরসিবি। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়ায়। সবশেষে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২১১ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। তবে শেষ ওভারে বেশ ভালো বোলিং করেন যশ দয়াল।

 

 

মাত্র ২ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ম্যাচের সেরা রোমারিও শেফার্ড। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড