RCB vs CSK Probable Playing XI: কোহলিদের কি রুখে দিতে পারবে চেন্নাই এক্সপ্রেস? সম্ভাব্য প্রথম একাদশ

Published : May 03, 2025, 06:25 PM ISTUpdated : May 03, 2025, 11:42 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

RCB vs CSK Probable Playing XI: ক্রিকেটের মহারণ। মুখোমুখি বেঙ্গালুরু বনাম চেন্নাই (RCB vs CSK)। 

RCB vs CSK Probable Playing XI: শনিবার সন্ধ্যায় আইপিএল-এর (IPL 2025) হাইভোল্টেজ ম্যাচে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে, মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপের কিংস (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings)। 

প্রসঙ্গত, লাগাতার হারের ধাক্কা কাটিয়ে কি লড়াইতে ফিরতে পারবেন মহেন্দ্র সিং ধোনিরা (IPL 2025 Live Score)? তা নিয়েই এই ম্যাচের আগে চলছে জোরালো জল্পনা। কারণ, চলতি আইপিএল পয়েন্টস টেবিলে সবার শেষে দাঁড়িয়ে রয়েছে তারা। গত ম্যাচেও পাঞ্জাবের বিরুদ্ধে পরাজিত হয়েছেন ধোনিরা। উল্টোদিকে, বেঙ্গালুরু চলতি টুর্নামেন্টে বেশ ভালো খেলছে এবং এই মুহূর্তে তারা লিগে টেবিলে ৩ নম্বরে রয়েছে (IPL 2025 Points Table)। 

 

 

ফলে, এদিনের ম্যাচে বিরাট কোহলি, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের দিকে অবশ্যই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। তার মধ্যে আবার বেঙ্গালুরুর ঘরের মাঠে এই ম্যাচ (RCB vs CSK Live Update)। 

 

 

অন্যদিকে, চেন্নাইয়ের স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, খলিল আহমেদ এবং মাথিশা পাথিরানার দিকেও নজর থাকবে শনিবার সন্ধ্যায় (RCB vs CSK Live Score)। 

 

 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশে কারা থাকছেন (RCB vs CSK 2025 Probable First XI)?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশঃ ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক),লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল, সুয়শ শর্মা

ইমপ্যাক্ট সাবঃ দেবদূত পাডিক্কাল, রাসিখ দার সালাম, মনোজ ভান্ডাগে, জেকব বেথেল, স্বপ্নিল সিং, রোমারিও শেফার্ড

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ শাইক রশিদ, আয়ুষ মাথরে, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, দীপক হুডা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার-ব্যাটার), নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা

ইমপ্যাক্ট সাবঃ আনশুল কাম্বোজ, রবিচন্দ্রন অশ্বিন, কমলেশ নাগারকোটি, রামকৃষ্ণ ঘোষ, জেমিয়ে ওভারটন  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা