
RCB vs DC Live Updates: আইপিএল-এ (IPL 2025) যেন কার্যত, সুপার সানডে। দিল্লীর অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায়, মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালস। আর সেই ম্যাচে ৬ উইকেটে জয় হাসিল করল বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru vs Delhi Capitals)।
এদিন টসে জিতে বোলিং নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার (IPL 2025 Live Score)। আর ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে দিল্লী। অভিষেক পোড়েল করেন ২৮ রান এবং দলের আরেক ওপেনার ফ্যাফ ডু প্লেসির ঝুলিতে ২২ রান। কিন্তু রবিবারের ম্যাচে ব্যর্থ হয় দলের মিডল অর্ডার। করুণ নায়ার ফিরে যান মাত্র ৪ রানে (RCB vs DC Live Score)।
তবে কেএল রাহুলের লড়াই বেশ প্রশংসনীয়। তিনি খেলেন ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। কিন্তু অধিনায়ক অক্ষর প্যাটেল খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ১৫ রান করেন। শেষদিকে নেমে ট্রিস্টান স্টাবসের সংগ্রহে ৩৪ রান এবং ভিপরাজ নিগম করেন ১২ রান। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দিল্লী (RCB vs DC Highlights)।
বেঙ্গালুরুর হয়ে এদিন ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং ২টি উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড। এছাড়া ১টি করে উইকেট পান যশ দয়াল এবং ক্রুনাল পান্ডিয়া।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ওপেনার জেকব বেথেল মাত্র ১২ রানে ফিরে গেলেও হাল ধরেন সেই বিরাট কোহলি। এদিনও ৫১ রানের অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি। তাঁকে যোগ্যও সঙ্গত করে গেলেন ক্রুনাল পান্ডিয়া। কারণ, মিডল অর্ডারে দেবদূত পাডিক্কাল শূন্য হাতে এবং অধিনায়ক রজত পাতিদার মাত্র ৬ রানে ফিরে যেতেই সাময়িক চাপ তৈরি হয় (RCB vs DC 2025 Live Score)।
কিন্তু তা বেশ ভালোভাবেই সামাল দিলেন কোহলি এবং ক্রুনাল। রবিবারের ম্যাচে পান্ডিয়া উপহার দেন ৪৭ বলে ৭৩ রানের অনবদ্য ইনিংস। সবথেকে বড় বিষয়, তিনি শেষপর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সেইসঙ্গে, টিম ডেভিডও ৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন। মাত্র ১৮.৩ ওভারে, ৪ উইকেট হারিয়েই ১৬৫ রান তুলে নেয় বেঙ্গালুরু (Indian Premier League)।
দিল্লীর হয়ে ২ উইকেট পেয়েছেন অক্ষর। কার্যত, দিল্লীর ঘরের মাঠে গিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর। খেলার শুরু থেকেই অবশ্য তা বজায় ছিল। শেষপর্যন্ত, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ী ৬ উইকেটে এবং ম্যাচের সেরা ক্রুনাল পান্ডিয়া।
আর এই জয়ের পর, আইপিএল পয়েন্টস টেবিলে ১ নম্বরে বেঙ্গালুরু এবং ৪ নম্বরে রইল দিল্লী (IPL 2025 Points Table)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।