RCB vs SRH IPL 2025: লখনউতে মুখোমুখি বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ! এই পিচে কি টসে জিতলে বোলিং?

Published : May 23, 2025, 05:06 PM IST
rcb vs srh 2025

সংক্ষিপ্ত

RCB vs SRH IPL 2025: আইপিএল-এর গ্রুপ পর্যায়ের লড়াই। মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ (RCB vs SRH 2025)। 

RCB vs SRH IPL 2025: চলতি আইপিএলে (IPL 2025 News), গ্রুপ পর্যায়ের লড়াইতে শুক্রবার সন্ধ্যায়, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad)। 

 

 

যদিও ইতিমধ্যেই প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে বেঙ্গালুরু (RCB vs SRH 2025)। উল্টোদিকে আবার হায়দ্রাবাদ আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে। স্বাভাবিকভাবেই, নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু আইপিএল পয়েন্টস টেবিলে সবার উপরে থাকতে গেলে আবার এই ম্যাচে জয় পেতে চাইবে আরসিবি (RCB vs SRH 2025 Dream 11 prediction)। 

 

 

ফলে, এদিনের ম্যাচে অবশ্যই বিরাট কোহলি, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। অন্যদিকে, হায়দ্রাবাদ নিজেদের শেষ ম্যাচে আবার জয়ে পেয়েছে (RCB vs SRH Live score)। অতএব, শুক্রবারের ম্যাচে অবশ্যই হেনরিক ক্লাসেন, কামিন্দু মেন্ডিস, অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অধিনায়ক প্যাট কামিন্স এবং মহম্মদ শামির দিকেও চোখ রাখতেই হচ্ছে (RCB vs SRH live update)। 

 

 

পিচ কেমন হতে পারে?

এখনও পর্যন্ত যা দেখা গেছে, তাতে লখনউয়ের পিচ একটু ধীরগতির। অর্থাৎ, বোলাররা যথেষ্ট সাহায্য পেয়ে থাকেন এবং ব্যাটারদেরও এই  ধীরগতির পিচের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হচ্ছে। ফলে, যে দলই টসে জিতুক না কেন, আগে বোলিং নেওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে। 

হেড টু হেড

এখনও পর্যন্ত, দুটি দল যতবার মুখোমুখি হয়েছে, তার মধ্যে ১১বার জিতেছে বেঙ্গালুরু এবং ১৩ বার জয় পেয়েছে হায়দ্রাবাদ। 

এবার এদিনের ম্যাচে শেষপর্যন্ত কী হয়, সেটাই দেখার বিষয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা