দুর্ঘটনার পর প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন, ২ যুবককে বিশেষ উপহার কৃতজ্ঞ ঋষভের

Published : Nov 27, 2024, 08:41 AM ISTUpdated : Nov 27, 2024, 09:02 AM IST
Rishabh Pant scored Century, India gave South Africa 212 runs target to win cape town test spb

সংক্ষিপ্ত

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর ফিট হয়ে উঠে জাতীয় দলে ফিরেছেন। তবে দুর্ঘটনার পর যাঁরা সাহায্য করেছিলেন, তাঁদের ভোলেননি ঋষভ পন্থ। তিনি এখনও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

২০২২ সালের ডিসেম্বরের শেষদিকে যখন উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ঋষভ পন্থ, তখন অনেকেই তাঁকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন। তবে সবার আগে সাহায্য করেছিলেন রজত ও নিশু নামে দুই যুবক। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঋষভ। তিনি এই দুই যুবককে স্কুটার উপহার দিলেন। স্কুটারের উপর ঋষভের নাম লেখা রয়েছে। রজত ও নিশু সাহায্য না করলে ঋষভের পক্ষে হয়তো আর কোনওদিনই মাঠে ফেরা সম্ভব হত না। এমনকী, তাঁর পক্ষে বেঁচে থাকা সম্ভব হত কি না, সে বিষয়েও সংশয় রয়েছে। যাঁরা প্রাণ বাঁচিয়েছেন, তাঁদের প্রতি ঋষভের কৃতজ্ঞতার শেষ নেই। কৃতজ্ঞতা স্বীকারও করছেন এই ক্রিকেটার।

আইপিএল-এ সবচেয়ে দামী ক্রিকেটার ঋষভ

এবারের আইপিএল-এর নিলামের প্রথম দিন ২৭ কোটি টাকা দিয়ে ঋষভকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন ঋষভ। তিনি এর আগে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। এবার তাঁকে রিটেইন করেনি দিল্লি। এই কারণে নিলামে যোগ দেন ঋষভ। তাঁর পক্ষে ভালোই হয়েছে। ২০২৫ সালের আইপিএল-এ লখনউয়ের সম্ভাব্য অধিনায়ক ঋষভ। সবচেয়ে বেশি দর পাওয়ার পর ভালো পারফরম্যান্সই এই উইকেটকিপার-ব্যাটারের লক্ষ্য।

 

 

বর্ডার-গাভাসকর ট্রফি জেতার লক্ষ্যে ঋষভ

ঋষভ এখন ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে। পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা। প্রথম ইনিংসে কঠিন সময়ে ৩৭ রান করেন ঋষভ। পরিস্থিতির বিচারে এই রান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জেতানোই ঋষভের লক্ষ্য। তিনি অতীতেও অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবারও সেটাই করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান

চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ পন্থ! ভাইরাল ভিডিও

IPL 2024: ঋষভ পন্থের বিস্ফোরক ইনিংস, গুজরাটের বিরুদ্ধে ৪ রানে জয় দিল্লির

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?