রোহিত শর্মার নবজাতক সন্তানের নাম কী? প্রকাশ করলেন স্ত্রী রিতিকা সাজদে

Published : Dec 01, 2024, 04:07 PM ISTUpdated : Dec 01, 2024, 04:31 PM IST
Ritika Sajdeh

সংক্ষিপ্ত

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। সেই সময় স্ত্রী রিতিকা সাজদের পাশে ছিলেন রোহিত। তবে তিনি এখন অস্ট্রেলিয়া সফরে দলে যোগ দিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ্যে এল। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সদ্যোজাত সন্তানের নাম প্রকাশ করেছেন রোহিতের স্ত্রী রিতিকা সাজদে। রোহিতের প্রথম সন্তান মেয়ে। তার নাম সামাইরা। এবার দ্বিতীয় সন্তান ছেলের নাম রাখা হল আহান। এই নামের একাধিক অর্থ রয়েছে। পবিত্র ভোর, সকালের সৌন্দর্য, সূর্যের প্রথম আলো, যে কোনও সূচনা বা উত্থান। রোহিতের পরিবারে এখন চারজন সন্তান। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই চারজনের কথা উল্লেখ করেছেন রিতিকা। তিনি চারটি পুতুলের ছবি শেয়ার করেছেন। প্রথম পুতুলের টুপিতে লেখা আহান, দ্বিতীয় পুতুলের টুপিতে লেখা রিতস, তৃতীয় পুতুলের টুপিতে লেখা স্যামি এবং চতুর্থ পুতুলের টুপিতে লেখা রো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি। অনুরাগীরা রোহিত ও রিতিকাকে অভিনন্দন জানাচ্ছেন।

সদ্যোজাত সন্তানের থেকে অনেক দূরে রোহিত

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলেননি রোহিত। তবে এই ম্যাচ চলাকালীনই তিনি ভারতীয় দলে যোগ দেন। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ অবশ্য খেলছেন রোহিত। প্রথম ইনিংসে ১১ বল খেলে ৩ রান করে আউট হয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক। তিনি এই ইনিংসে ৪ নম্বরে ব্যাটিং করেছেন। পারথ টেস্টে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ওপেনার কে এল রাহুল ও যশস্বী জয়সোয়াল। এই ওপেনিং জুটি ভাঙতে চাননি রোহিত। এই কারণেই তিনি ওপেন করার বদলে ব্যাটিং অর্ডার বদল করলেন।

অ্যাডিলেডে খেলবেন রোহিত

৬ ডিসেম্বর অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। এই ম্যাচেও ব্যাটিং অর্ডারে পিছিয়ে আসতে পারেন রোহিত। তিনি দলের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ভালো ব্যাটিং করতে পারিনি, হারের সম্পূর্ণ দায় নিচ্ছি,' বার্তা রোহিত শর্মার

ডিফেন্সিভ শট খেলতে গিয়ে প্লেড অন, বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে হতাশ রোহিত, ভাইরাল ভিডিও

বয়স্কতম ভারতীয় অধিনায়ক হিসেবে এই রেকর্ড গড়লেন, নতুন উচ্চতায় রোহিত শর্মা

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?