সংক্ষিপ্ত

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের তৃতীয় দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচানোর লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেন অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ভালোই ব্যাটিং করছিলেন। ওপেনিং জুটিতে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ৭২ রান যোগ করেন। কিন্তু ভালো শুরু করেও, বড় ইনিংস খেলতে পারলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের দ্বিতীয় ইনিংসের ১৭.১ ওভারে ব্যক্তিগত ৩৫ রানে আজাজ প্যাটেলের বোলিংয়ে স্টাম্প আউট হয়ে যান যশস্বী। এরপর ২১.৫ ওভারে আজাজের বলেই আউট হন রোহিত। তিনি ডিফেন্সিভ শট খেলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে মাটিতে পড়ে স্টাম্পে আঘাত করে। বেল পড়ে যায়। এভাবে আউট হয়েছেন তা বিশ্বাসই করতে পারছিলেন না রোহিত। তিনি হতাশ হয়ে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। এরপর মাঠ ছাড়েন। বিনা পরিশ্রমে ভারতের অধিনায়কের উইকেট পেয়ে যাওয়ায় উচ্ছ্বসিত হয়ে ওঠে নিউজিল্যান্ড শিবির।

রোহিতের আউট হওয়া ভারতীয় দলের কাছে ধাক্কা

বেঙ্গালুরু টেস্ট ম্যাচে হার বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে বিশাল স্কোর করতে হবে। এই পরিস্থিতিতে ইনিংসের শুরুটা ভালোভাবে করেন রোহিত ও যশস্বী। কিন্তু কয়েক ওভারের ব্যবধানে দুই ওপেনারই আউট হয়ে যাওয়ায় ধাক্কা খায় ভারতীয় দল। বিশেষ করে রোহিতের এভাবে আউট হয়ে যাওয়া মানতে পারছে না ভারতীয় শিবির। বিরাট কোহলি এই ইনিংসেও ৩ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন। তিনি ক্রিজে যাওয়ার কিছুক্ষণ পরেই আউট হয়ে যান রোহিত। ভারতীয় শিবিরের আশা ছিল, রোহিত ও বিরাটের জুটিতে বড় রান যোগ হবে। কিন্তু সেই আশা পূর্ণ হল না।

 

 

ঘুরে দাঁড়াচ্ছে ভারত

দ্বিতীয় ইনিংসে বিরাট ও সরফরাজ খান ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন। ফলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের রান টপকে যাওয়ার আশায় ভারতীয় শিবির। বিরাট ক্রিজে থাকলে দ্বিতীয় ইনিংসে বড় লিড নিতে পারে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

১২ বছর পর টেস্টে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের ব্যাটারের শতরান, 'ঘরের মাঠে' নতুন নজির রাচিন রবীন্দ্রর

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন মাঠে নামতে পারলেন না ঋষভ, ফিটনেস নিয়ে চিন্তায় বিসিসিআই

রাচিন রবীন্দ্রর ১৩৪, বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে নিউজিল্যান্ড